Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

করোনা কাটিয়ে এবার পূজোতে হলদিয়া পৌরসভার নতুন উপহার হলদিয়া বাসিকে ইকো হেল্থ পার্ক

করোনা কাটিয়ে এবার পূজোতে হলদিয়া পৌরসভার নতুন উপহার হলদিয়া বাসিকে ইকো হেল্থ পার্ককয়েক কোটি টাকা খরচে ঘটা করে শিল্পশহরে জেলার প্রথম ইকো হেল্থ পার্কের উদ্বোধন করছে হলদিয়া পুরসভার বিদায়ী পুরবোর্ড। ২৫ আগস্ট বৃহস্পতিবার দুর্গাচক…

 


 করোনা কাটিয়ে এবার পূজোতে হলদিয়া পৌরসভার নতুন উপহার হলদিয়া বাসিকে ইকো হেল্থ পার্ক

কয়েক কোটি টাকা খরচে ঘটা করে শিল্পশহরে জেলার প্রথম ইকো হেল্থ পার্কের উদ্বোধন করছে হলদিয়া পুরসভার বিদায়ী পুরবোর্ড। ২৫ আগস্ট বৃহস্পতিবার দুর্গাচকে দিঘির মাঝখানে তৈরি হয়েছে এই পার্ক খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য। অভিনব এই পার্ক গড়তে পুরসভার প্রায় ১২ কোটি টাকা খরচ হয়েছে। পার্কের উদ্বোধন করার কথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। কিন্তু তিনি আসবেন কি কিনা সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। এছাড়াও উদ্বোধনে জেলার দুই মন্ত্রী অখিল গিরি ও বিপ্লব রায়চৌধুরী, প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র উপস্থিত হওয়ার কথা রয়েছে। বিদায়বেলায় পুরবোর্ডের চেয়ারম্যান সুধাংশু মণ্ডল বড় আকারে এই অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছেন। 

প্রসঙ্গত, আগামী ৬ সেপ্টেম্বর বর্তমান পুরবোর্ডের মেয়াদ শেষ হচ্ছে। পুরসভার ইকো হেল্থ পার্কের সঙ্গে রয়েছে আইল্যান্ড কফিশফ, রেস্টুরেন্ট, সুইমিং পুল সহ বিনোদনের যাবতীয় উপকরণ। একটি বেসরকারি এই পার্ক এজেন্সিকে লিজে দিয়েছে হলদিয়া পৌর কর্তৃপক্ষ। বিনোদন ও পর্যটনে আকর্ষণ তৈরি করতে এই প্রকল্পে বোটিং, টয়ট্রেন, মিউজিক্যাল ফাউন্টেন ও লেজার শো যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পুরসভার লক্ষ্য, পেশাদার সংস্থার মাধ্যমে বিনোদন প্রকল্প পরিচালনা করে স্থানীয়দের আয়ের সুযোগ তৈরি। করোনা পর্বে এই প্রকল্পে অর্থ ব্যয় নিয়ে জোর বিতর্ক তৈরি হয়। সৌন্দর্যায়নের নামে প্রাক্তন চেয়ারম্যান শ্যামলকুমার আদক সরকারি অর্থের অপব্যয় করেছেন বলে অভিযোগ।

অভিযোগ ওঠে। এই প্রকল্পে পুরসভারই এক চেয়ারম্যান ইন কাউন্সিল বকলমে ঠিকাদারি করছেন বলে অভিযোগ করেন কাউন্সিলাররা। তবে এই পার্কে এজেন্সি নিয়োগের ক্ষেত্রে কোনও টেণ্ডার ডাকা হয়নি বলে অভিযোগ তুলেছে বিরোধীরা।

পুরসভা জানিয়েছে, কয়েক বছর আগে ৯ নম্বর ওয়ার্ডে দুর্গাচক আবাসন এলাকায় আইটিআইয়ের মজে যাওয়া দিঘি সংস্কারের উদ্যোগ নেয় পুরকর্তৃপক্ষ৷ এজন্য দিঘি ৩০ বছরের লিজে নেয় পুরসভা। ২০১৭ সালে দিঘির মাঝখানে থাকা দ্বীপে রিসর্টের আদলে আইল্যাণ্ড কফিশফ ও রেস্টুরেন্ট তৈরির

পরিকল্পনা করা হয়। দিঘির পাড়ের সঙ্গে দ্বীপের যোগসূত্র গড়ে তুলতে লোহার বিশাল ঝুলন্ত ব্রিজ তৈরি হয়। এখানে তৈরি হয়েছে একটি বড় আকারের সুইমিংপুলও। বর্তমানে এই প্রকল্পের কাজ শেষের পথে। কিন্তু এত টাকা খরচ করে এই প্রকল্প তৈরির পর এর বাণিজ্যিক সাফল্য নিয়ে সংশয় তৈরি হয় পুরসভার চেয়ারম্যান সুধাংশু মণ্ডল বলেন, পুরসভার কাজ ব্যবসা বাণিজ্য নয়। এই প্রকল্প কীভাবে চালানো হবে তা নিয়ে চিন্তা ছিল। সম্প্রতি বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে এটি পরিচালনার জন্য একটি পেশাদার এজেন্সির সঙ্গে চুক্তি হয়েছে। চেয়ারম্যান জানান, যে এজেন্সিকে দেওয়া হয়েছে তার হলদিয়া এবং দিঘায় আধুনিক হোটেল পরিষেবার সঙ্গে যুক্ত। ওই সংস্থা টয়ট্রেন বসানো, লেজার শো করার বিষয়ে আগ্রহী। দিঘির জলে ডাল লেকের মতো ছোট বোট চালানো এবং ওয়াটার স্পোর্টস চালু করার পরিকল্পনা রয়েছে। সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণকেন্দ্র চালু হবে। শিল্প সংস্থাগুলির কনফারেন্স করার বিশেষ ব্যবস্থাও থাকবে। শহরের প্রাণকেন্দ অবসর কাটানোর নয়া ঠিকানা হয়ে উঠতে চলেছে দুর্গাচকের আইল্যাণ্ড পার্ক। শিল্প সংস্থাগুলি হলদিয়া পুরসভার নয়া উদ্যোগে খুশি। শিল্প আধিকারিকরা বলেন, ভিন্ন স্বাদ পেতে আগামীদিনে আইল্যাণ্ড পার্কে বিভিন্ন কনফারেন্স ও মিটিং করা যেতে পারে।

No comments