Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্যবসায়ীকে হলদিয়ায় ডেকে ৩ লক্ষ টাকা সহ বাইক-মোবাইল ছিনতাই

ব্বসায়ীকে হলদিয়ায় ডেকে ৩ লক্ষ টাকা সহ বাইক-মোবাইল ছিনতাইহলদিয়ায় ব্যবসায়ীকে ফোন করে ডেকে তিন লক্ষ টাকা, বাইক ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠল। মহিষাদল বাজারে বছর একান্নর মোহনচন্দ্র রায় নামে ওই ব্যবসায়ীর মুদিখানা দোকান রয়েছে…

 



ব্বসায়ীকে হলদিয়ায় ডেকে ৩ লক্ষ টাকা সহ বাইক-মোবাইল ছিনতাই

হলদিয়ায় ব্যবসায়ীকে ফোন করে ডেকে তিন লক্ষ টাকা, বাইক ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠল। মহিষাদল বাজারে বছর একান্নর মোহনচন্দ্র রায় নামে ওই ব্যবসায়ীর মুদিখানা দোকান রয়েছে। এছাড়া বিভিন্ন ফিশারিতে মাছের খাবার সরবরাহের ব্যবসা রয়েছে। সম্প্রতি ফিনান্সের মাধ্যমে ১৫ লক্ষ ৬০হাজার টাকায় একটি পুরনো ডাম্পার কেনেন। হলদিয়ায় একটি সংস্থার চুক্তিতে সেই গাড়ি চলছিল। হঠাৎ করে সেই গাড়িটি খারাপ হতেই বিপত্তির সূত্রপাত। সেটি সারিয়ে দেওয়ার অছিলায় তিন লক্ষ টাকা নিয়ে মোহনবাবুকে হলদিয়ায় ডাকে কয়েকজন। গাড়ি ব্যবসার সূত্রে তাদের একজনের সঙ্গে পরিচয় থাকায় বিশ্বাস করে। টাকা নিয়ে হলদিয়ায় আসেন তিনি। তারপর তাঁকে অপরিচিত একদল লোক একটি গাড়িতে তুলে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। মোহনবাবু ভবানীপুর থানায় ১৯ জুলাই অভিযোগ করেন। এদিকে পুলিসে অভিযোগের কথা জানতে পেরে ফের শনিবার রাতে তাঁকে দুষ্কৃতীরা খুনের হুমকি দিয়েছে বলে অভিযোগ।

জানা গিয়েছে, মোহনবাবু সেকেন্ড হ্যান্ড

ডাম্পারটি কেনার পর থেকে টায়ার ও অন্যান্য যন্ত্রাংশ প্রায়ই বিকল হচ্ছিল। ফলে চুক্তিমতো গাড়িটি চালাতে না পারায় আয় হচ্ছিল না। কিস্তির টাকা মেটাতে সমস্যায় পড়েন। গাড়িটি সারিয়ে দেবে বলে হলদিয়ায় মোহনবাবুর এক পূর্ব পরিচিত ব্যক্তি আশ্বাস দেয়। সেই ব্যক্তি তিন লক্ষ টাকা নিয়ে মোহনবাবুকে ১৮ জুলাই বিকেলে মঞ্জুশ্রীতে ডাকে। ওইদিন বিকেল ৪টে নাগাদ বাইকে চেপে মঞ্জুশ্রী পৌঁছনোর পর ওই ব্যক্তি মোহনবাবুকে একটি চারচাকা গাড়িতে উঠতে বলে। মোহনবাবু বলেন, গাড়িতে উঠে দেখি অপরিচিত কয়েকজন বসে রয়েছে। গাড়িটি এইচপিএল লিঙ্ক রোড ধরে একটি গ্যারেজের কাছাকাছি আসার পর আমাকে নামতে বলা হয়। আমার বাইক নিয়ে ওই ব্যক্তি আসছিল। কিছুদূর আসার পর সে উধাও হয়ে যায়। এরপর অপরিচিত ব্যক্তিরা আমাকে আর একটি গাড়িতে তোলার চেষ্টা করে। তখন আমি বাধা দেওয়ার চেষ্টা করলে তারা গাড়ির দরজা চেপে আটকে দিয়ে প্রাণে মারার ভয় দেখিয়ে টাকার ব্যাগ ও মোবাইল কেড়ে

নিয়ে মুহূর্তে উধাও হয়। মোহনবাবুর অভিযোগ, ছিনতাইয়ের ষড়যন্ত্রে

পরিচিত ওই ব্যক্তি সহ আরও দু'জন যুক্ত রয়েছে। তাদের দু'জনের বাড়ি সুতাহাটার জামবেড়িয়া ও বাবুপুরে এবং একজনের বাড়ি মহিষাদলের হাঁসখালিতে। থানায় অভিযোগ জানানোর বিষয়টি জানতে পেরে শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিভিন্ন মোবাইল থেকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। ফলে বাড়ির সবাই আতঙ্কে রয়েছেন। ভবানীপুর থানার তদন্তকারী আধিকারিক বলেন, ওই ছিনতাইয়ের ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই ব্যক্তিকে ফোনে হুমকি দেওয়ার বিষয়টি মহিষাদল থানায় অভিযোগ করতে বলা হয়েছে। এদিকে হলদিয়া পুরসভার কদমতলা মোড়ে পেঁয়াজের ব্যবসা করে দেওয়ার নামে ১৭নম্বর ওয়ার্ডের ডিঘাসীপুরের বাসিন্দা শেখ আবজেল আলির সাড়ে ছ'লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। প্রায় সাড়ে তিন বছর আগে তিনি কাকদ্বীপের রামতনুনগরের বাসিন্দা ওইদুল লস্কর ও রাজু লস্করকে ওই টাকা দিয়েছিলেন। তারা সেই টাকা নিয়ে চম্পট দিয়েছে। সম্প্রতি ওই টাকা উদ্ধার করতে গেলে আবজেলকে প্রাণে মারা হুমকি দেওয়া হয়। তিনি গত ১৯ জুলাই ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন।

No comments