Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ২৮ লক্ষ টাকায় বন্দরের জমিতে চারারোপণ

বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ২৮ লক্ষ টাকার চারারোপণ
গাছ লাগানোর বড় কর্মসূচি নিয়েছে হলদিয়া বন্দর সংস্থা। হলদিয়া বন্দরের জায়গায় ওই গাছ লাগানো হবে। সেই নিরিখে ই-টেন্ডার ডাকা হয়েছিল। বন্দর সূত্রে জানা গিয়েছে, ১১০০ গাছ লাগানো হবে।…

 




বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ২৮ লক্ষ টাকার চারারোপণ


গাছ লাগানোর বড় কর্মসূচি নিয়েছে হলদিয়া বন্দর সংস্থা। হলদিয়া বন্দরের জায়গায় ওই গাছ লাগানো হবে। সেই নিরিখে ই-টেন্ডার ডাকা হয়েছিল। বন্দর সূত্রে জানা গিয়েছে, ১১০০ গাছ লাগানো হবে। এর জন্য খরচ ধরা হয়েছে ৩১ লক্ষ ৩৬ হাজারের কিছু বেশি। এর মধ্যে গাছের জন্য বরাদ্দ ধরা হয়েছে ২৮লক্ষ ২৫ হাজার। বাকি টাকা ধরা হয়েছে 'ট্রি গার্ড' লাগানোর

জন্য। পাঁচ বছর ধরে এই গাছের উঠতে শুরু করেছে এই দরপত্রকে পরিচর্যা করা হবে।বন্দরের প্রশাসনিক ঘিরে। আমপানের পরেও একটি ম্যানেজার প্রবীণ দাস জানান, হলদিয়া সংস্থাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে বন্দর ধারাবাহিকভাবে সবুজায়নের বনসৃজনের বরাত দেওয়া হয়েছিল। কাজ করে থাকে।বন্দর এলাকার নির্দিষ্ট সেক্ষেত্রে সেন্টিনারি পার্ক, টাউনশিপ কিছু জায়গায় গাছ লাগানো হবে। শুধু ফাঁড়ি সংলগ্ন ফুটপাত, ক্লাস্টার গাছ লাগানো নয়, গাছ বাঁচিয়ে রাখার নাইন, মেডিকো, বাসস্ট্যান্ড-সহ নানা কাজও করা হবে।

জানা গিয়েছে, বকুল, মেহগিনি, লাগানো হয়েছিল। সেই গাছে ফেন্সিং করঞ্জা, জারুল, অর্জুন, নিম, ট্যাবেবুয়া, বা কোনও ধরনের বেড়া দেওয়া হয়নি। শিশু, হিজল, শিমুল, পারিজাত প্রভৃতি বেশিরভাগই ছিল করঞ্জা গাছ। বলা গাছ লাহানো হবে। দরপত্রের শর্ত হয়েছিল, এই গাছ গবাদি পশু মুখে অনুযায়ী গাছের রক্ষণাবেক্ষণ করতে দেয় না। তাই ফেন্সিং-এর দরকার নেই। হবে ঠিকাদার সংস্থাকে।তবে প্রশ্ন কিন্তু তার পরিচর্যাও করা হয়নি বলে দাবি স্থানীয় পরিবেশ কর্মীদের। ফলে বন্দর আবাসনের বাইরে লাগানো নব্বই শতাংশ গাছ মাটি থেকে উপড়ে নষ্ট হয়ে গিয়েছে।জায়গায় অপরিকল্পিতভাবে গাছ

বন্দর সূত্রে খবর, গাছ লাগানো শুধু নয় গাছ বাঁচিয়ে রাখার তাগিদ থেকেই। গাছের সাথে সাথে ট্রি-গার্ড-এর দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। সেউ সঙ্গে বড় গাছ লাগানো হবে বলেও জানা গিয়েছে। একটি সংস্থাকে হত ২৬ জুন ২৮ লক্ষ টাকায় বরাত দেওয়া হয়েছে। যদিও পরিবেশপ্রেমীদের আশঙ্কা, লক্ষ লক্ষ টাকা খরচ করে লাগানো গাছ গরু, ছাগলে মুড়িয়ে খাবে না তো!

No comments