Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিধানসভার শিল্প স্ট্যান্ডিং কমিটির কাছে শিল্পাঞ্চলের নিকাশি, বেহাল রাস্তা, বেআইনি দখল সমস্যার কথা তুলে ধরল শিল্প সংস্থাগুলি

বিধানসভার শিল্প স্ট্যান্ডিং কমিটির কাছে শিল্পাঞ্চলের নিকাশি, বেহাল রাস্তা, বেআইনি দখল সমস্যার কথা তুলে ধরল শিল্প সংস্থাগুলি
বুধবার হলদিয়ায় বিধানসভার শিল্প স্ট্যান্ডিং কমিটির কাছে শিল্পাঞ্চলের নিকাশি, বেহাল রাস্তা, বেআইনি দখল সমস্য…

 



বিধানসভার শিল্প স্ট্যান্ডিং কমিটির কাছে শিল্পাঞ্চলের নিকাশি, বেহাল রাস্তা, বেআইনি দখল সমস্যার কথা তুলে ধরল শিল্প সংস্থাগুলি


বুধবার হলদিয়ায় বিধানসভার শিল্প স্ট্যান্ডিং কমিটির কাছে শিল্পাঞ্চলের নিকাশি, বেহাল রাস্তা, বেআইনি দখল সমস্যার কথা তুলে ধরল শিল্প সংস্থাগুলি। অভিযোগ, সঠিক নিকাশি না থাকায় বর্ষাকালে কারখানায় জল ঢুকে উৎপাদন ব্যাহত হয়। কারখানা চত্বর দীর্ঘদিন ধরে জলমগ্ন থাকায় কাজকর্মে সমস্যা হয়। গত দু’বছর ধরে সমস্যা চরমে উঠেছে। সেজন্য বর্ষাকালে উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয় ভোজ্যতেল সংস্থাগুলি। অন্যদিকে, রাস্তা বেহাল থাকায় পণ্য পরিবহণ খরচ বেশি পড়ছে হলদিয়ায়। এর প্রভাব গিয়ে পড়ে উৎপাদনের উপর। বিভিন্ন কারখানার কাঁচামাল ও পণ্য পরিবহণের পাইপলাইনের উপর ঝুপড়ি বসে গিয়ে দখল হয়ে যাচ্ছে। এই সমস্যার পাশাপাশি শিল্প সংস্থাগুলি তাদের নতুন বিনিয়োগ পরিকল্পনার কথাও জানিয়েছে স্ট্যান্ডিং কমিটিকে।

এদিন দুপুর দেড়টা নাগাদ শিল্প ও বাণিজ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল হলদিয়া আসে। হলদিয়া সতীশ সামন্ত ট্রেড সেন্টার থেকে তারা রওনা দেয় ইন্দোরামা ধানসিরি পেট্রকেম কারখানায়। পেট রেজিন ও পলিয়েস্টারের কাঁচামাল উৎপাদনকারী সংস্থায় দেড় ঘণ্টার বেশি কথাবার্তা বলেন ও ঘুরে দেখেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। এই সংস্থার পণ্য ৯০শতাংশের বেশি ইউরোপে রপ্তানি হয়। শ্রমিক অসন্তোষের জেরে ওই সংস্থায় গত সেপ্টেম্বর থেকে কয়েকমাস ধরে উৎপাদন ব্যাহত হয়। দু’বছরের বেশি ওই সংস্থায় নতুন বেতনচুক্তি হয়নি। সংস্থার কর্মকর্তারা এদিন স্ট্যান্ডিং কমিটিকে জানান, গত ফেব্রুয়ারি মাস থেকে পরিস্থিতির বদল হয়েছে। রাজ্য সরকার ও প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপে তাঁরা খুশি। তবে রাস্তাঘাট ও বেআইনি দখলের সমস্যা তুলে ধরেছেন স্ট্যান্ডিং কমিটিরব সামনে। খুব শীঘ্রই তাঁরা পার্কিং এরিয়া তৈরি করবেন। 

প্রতিনিধি দল বিকেল ৪টে নাগাদ যায় ইমামি ভোজ্যতেল সংস্থায়। ইমামির কর্মকর্তারা বলেন, কারখানার সামনে নিকাশি নালা দীর্ঘদিন খনন হয়নি। ফলে বর্ষায় জল উপচে কারখানায় ঢুকে পড়ে। প্যাকেজিং এরিয়া ডুবে গিয়ে ফিনিশড প্রোডাক্ট নষ্ট হয়। তাঁরা এইচডিএ, জেলা প্রশাসন, পুরসভা সব জায়গাতেই চিঠি দিয়ে বিষয়টি বার বার জানিয়েছেন। স্ট্যান্ডি কমিটির চেয়ারম্যান বলেন, কারখানাগুলির সমস্যা ও নতুন পরিকল্পনার কথা শুনেছেন। এবিষয়ে তাঁরা বিধানসভায় রিপোর্ট পেশ করবেন। হলদিয়া পুরসভার চেয়ারম্যান সুধাংশু মণ্ডল বলেন, এবার হলদিয়ার ইন্ডাস্ট্রিয়াল জোন এইচপিএল লিঙ্ক রোড এলাকায় কয়েকটি খাল খনন করেছি। মনসাতলা খাল খনন হলে কারখানাগুলির সমস্যা মিটবে। এদিন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা এদিন হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। বৃহস্পতিবার হলদিয়ার রুচি ভোজ্যতেল কারখানা ভিজিট করবেন।

No comments