Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া শিল্পাঞ্চল পরিদর্শনে শিল্প স্ট্যান্ডিং কমিটি

হলদিয়া শিল্পাঞ্চল পরিদর্শনে শিল্প স্ট্যান্ডিং কমিটি

বুধবার হলদিয়া শিল্পাঞ্চল পরিদর্শনে এলেন রাজ্যের শিল্প বিষয়ক স্ট্যান্ডিং কমিটি একটি প্রতিনিধি দল।
প্রায় ৭ সদস্যের এই টিম এদিন বেলা ১২টা নাগাদ হলদিয়ায় এসে পৌঁছান। প্রথমে তারা…

 



হলদিয়া শিল্পাঞ্চল পরিদর্শনে শিল্প স্ট্যান্ডিং কমিটি



বুধবার হলদিয়া শিল্পাঞ্চল পরিদর্শনে এলেন রাজ্যের শিল্প বিষয়ক স্ট্যান্ডিং কমিটি একটি প্রতিনিধি দল।


প্রায় ৭ সদস্যের এই টিম এদিন বেলা ১২টা নাগাদ হলদিয়ায় এসে পৌঁছান। প্রথমে তারা যায় হলদিয়ার ধানসিঁড়ি পেট্রকেম কারখানায়।সেখান থেকে তারা যায় ইমামি ভোজ্য তেল কারখানায়। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান স্নেহাশিস চক্রবর্তী বলেন শিল্পাঞ্চল এলাকা কয়েকটি কারখানাতে আমরা ঘুরে দেখলাম কারখানার আধিকারিকরা প্রস্তাব গুলি নিয়ে আমরা বিধানসভায় আলোচনা করবো। ইন্দোরামা ধানসিঁড়ি কারখানার আধিকারিকরা বলেন। আমাদের কারখানার যা যা প্রস্তাব আলোচনা করেছি বিশেষ করে রাস্তা তবে আরেকটি কথা তুলে ধরেন পোর্ট থেকে পাইপ লাইনের মাধ্যমে আমাদের কারখানায় কাঁচামাল আসে।তার অনেক সময় আমরা যে মালটা আনি তার অনেক কম পাই। তার জন্য একটি সিকিউরিটি এজেন্সি নিয়োগ করা হয়েছে তদন্ত চলছে । পাইপ লাইনের উপর বহু মানুষ বহবাস করে রয়েছে যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটতে পারে । সেই বিষয়ে আজকে স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সামনে তুলে আনা হয়েছে বিষয়টা। পরে ইমামি এগ্রোটেক ভোজ্য তেলের কারখানায় যান কারখানা ভিতরে ভিজিট করেন পরে জানালেন ইমামি কারখানা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বলেন  নিকাশির সমস্যা রয়েছে অল্প জল হলেই ডুবে যায় যাতে এই নিকাশি পরিষ্কার এবং নিকাশির মুখ পরিষ্কার থাকে সেটা জন্য। হলদিয়ার ডেভেলপমেন্ট অথোরিটি এবং জেলা শাসক কে আমরা জানিয়েছি লিখিতভাবে আজকে স্ট্যান্ডিং কমিটির যারা এলেন তাদের সামনেও আমরা তুলে ধরেছি বিষয়টা।

 সন্ধ্যা নাগাদ হলদিয়া ট্রেড সেন্টারে জেলাশাসকের সঙ্গে বৈঠকে মিলিত হবেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। আগামী কাল তারা যাবে হলদিয়ার রুচি ভোজ্য তেল কারখানায়।

No comments