Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্কুলে শিক্ষকের আকাল, বন্ধ হতে বসেছে চৈৎ পুর জুনিয়র হাই স্কুল

স্কুলে শিক্ষকের আকাল, বন্ধ হতে বসেছে চৈৎ পুর জুনিয়র হাই স্কুল-বরঞা ব্লকের চৈৎপুর জুনিয়র হাই স্কুলে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়ার সংখ্যা ১৯৬ জন। স্কুলে রয়েছে মাত্র একজন শিক্ষক। একজন শিক্ষক নিয়ে স্কুল চালানো প…

 



স্কুলে শিক্ষকের আকাল, বন্ধ হতে বসেছে চৈৎ পুর জুনিয়র হাই স্কুল

-বরঞা ব্লকের চৈৎপুর জুনিয়র হাই স্কুলে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়ার সংখ্যা ১৯৬ জন। স্কুলে রয়েছে মাত্র একজন শিক্ষক। একজন শিক্ষক নিয়ে স্কুল চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলে মনে করেন স্থানীয় অভিভাবকরা। তাঁদের দাবি স্কুলে অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে।


      প্রসঙ্গত উল্লেখ্য, এ বছরই উৎশ্রী পোর্টালে চারজন শিক্ষক বদলি হয়ে চলে গেছে। স্কুলে অবিলম্বে নিয়োগের দাবিতে ভারতের ছাত্র ফেডারেশন বিদ্যালয়ে ডেপুটেশন দেয়। তাঁরা সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে । উপস্থিত ছিলেন এস. এফ.আই জেলা সম্পাদক শাহন ওয়াজ ইসলাম সহ আরো অনেকে।

No comments