Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদল ব্লকের ভূমি ও ভূমি সংস্কার অফিসে একটি বি.এস.কে কেন্দ্রের জেরক্স সেন্টারের শুভ উদ্বোধন করেন ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক

মহিষাদল ব্লকের ভূমি ও ভূমি সংস্কার অফিসে একটি বি.এস.কে কেন্দ্রের জেরক্স সেন্টারের  শুভ উদ্বোধন করেন ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক
      জনসাধারণের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার "বাংলা সহায়তা ক…

 


  মহিষাদল ব্লকের ভূমি ও ভূমি সংস্কার অফিসে একটি বি.এস.কে কেন্দ্রের জেরক্স সেন্টারের  শুভ উদ্বোধন করেন ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক


      জনসাধারণের কাছে সরকারী পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার "বাংলা সহায়তা কেন্দ্র (BSK )" জেলার বিভিন্ন অফিস গুলিতে চালু করেছেন । ২৫ জুলাই'২২ সোমবার সকালে মহিষাদল ব্লকের ভূমি ও ভূমি সংস্কার অফিসে একটি বি.এস.কে কেন্দ্রের জেরক্স সেন্টারের  শুভ উদ্বোধন করেন ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক চন্দ্রানী ভট্টাচার্য ও ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বনমালী হালদার। বর্তমানে সরকারি বিভিন্ন প্রকল্পের অনলাইন সুবিধা বিএসকে কেন্দ্রগুলি থেকে পাওয়া যায় । এই প্রসঙ্গে মহিষাদল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক যোগেশচন্দ্র মন্ডল বলেন, এই কেন্দ্র থেকে জমি -জায়গা -সংক্রান্ত বিভিন্ন পরিষেবা মানুষেরা সুষ্ঠুভাবে যাহাতে পায় এবং সেই সঙ্গে  BL & LRO অফিসে যারা বিভিন্ন কাজে আসেন, তাদের কিছু নথিপত্র জেরক্স করার প্রয়োজন হয় ।এই প্রয়োজনীয়তার কথা ভেবে এবং মানুষকে অহেতুক হয়রানীর হাত থেকে রক্ষা করে এক জানালা পরিষেবা নিশ্চিন্ত করার জন্য ভূমি সংস্কার অফিসে BSK--র পাশাপাশি কিসমৎ নাইকুন্ডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপালপুর অন্নপূর্ণা দলের SHG গ্রুপের মহিলা দ্বারা পরিচালিত একটি জেরক্স সেন্টার চালু করা হল। অন্নপূর্ণা দলের মহিলা নেত্রী অমিতা বাড় বলেন, মহিষাদল বাজারের বিভিন্ন জেরক্স দোকানেএকপাতা জেরক্স করতে ২ টাকা নেয়। আমাদের সেন্টার থেকে  একপাতা জেরক্স করতে ১ টাকা ৫০ পয়সা নেওয়া হচ্ছে। জেরক্স সেন্টারটি সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

No comments