একুশে জুলাই সমাবেশের প্রস্তুতি সভা এগরা ১ ব্লকের জেড়থান অঞ্চল তৃণমূলের উদ্যোগে
প্রদীপ কুমার মাইতি- এগরা-আগামী ২১ শে জুলাই কলকাতার ধর্মতলা শহীদ সমাবেশে অংশ গ্রহণকে কেন্দ্র করে প্রস্তুতি সভা হল। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব…
একুশে জুলাই সমাবেশের প্রস্তুতি সভা এগরা ১ ব্লকের জেড়থান অঞ্চল তৃণমূলের উদ্যোগে
প্রদীপ কুমার মাইতি- এগরা-আগামী ২১ শে জুলাই কলকাতার ধর্মতলা শহীদ সমাবেশে অংশ গ্রহণকে কেন্দ্র করে প্রস্তুতি সভা হল। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের জেড়থান অঞ্চল তৃণমূলের উদ্যোগে আয়োজিত হয় সভা। এ দিন জেড়থান হাইস্কুলের সভাগৃহে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
পাশাপাশি বিজেপি কেন্দ্র সরকারের দুটো দিক প্রথমত জ্বালানি দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির রাজ্য সহ-সভাপতি দিলীপ ঘোষের কুরুচিকর মন্তব্যবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বরা সভা করে। উপস্থিত ছিলেন এগরা ১ ব্লক তৃণমূল সভাপতি বিজন বিহারি সাউ, এগরা ১ সংখ্যালঘু সেলের সভাপতি আইয়ুব খান, জেড়থান অঞ্চল তৃণমূল সভাপতি শান্তনু মাইতি, জেড়থান অঞ্চল যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ বেরা, এগরা ১ ব্লক যুব তৃণমূল সভাপতি শান্তনু নায়ক, দলের জেলা তৃণমূল সহ-সভাপতি সিদ্ধেশ্বর বেরা, জেড়থান গ্রাম পঞ্চায়েতের প্রধান সুষমা বেরা প্রধান,পাঁচরোল অঞ্চল তৃণমূল সভাপতি অশোক দাস, ব্লকের কর্মাধ্যক্ষ অভিমন্নু দাস প্রমুখ।
No comments