পুত্র শোক ভুলতে না পেরে বাপের বাড়িতে এসে আজ আত্মঘাতী মা
একই পরিবারের পর পর দুই দিনে আত্মঘাতি দুই জন।গতকালই ছেলে আত্মঘাতি হয়ে মারাযায় নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ঘোল পুকুরে নিজের বাড়িতে।পুত্র শোক ভুলতে না পেরে বাপের বাড়িতে এসে আজ …
পুত্র শোক ভুলতে না পেরে বাপের বাড়িতে এসে আজ আত্মঘাতী মা
একই পরিবারের পর পর দুই দিনে আত্মঘাতি দুই জন।গতকালই ছেলে আত্মঘাতি হয়ে মারাযায় নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ঘোল পুকুরে নিজের বাড়িতে।
পুত্র শোক ভুলতে না পেরে বাপের বাড়িতে এসে আজ আত্মঘাতী মা ।ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের রঙ্কিনী পুরে। গতকাল সকালে ছেলের আত্মঘাতীতে শোকাহত ছিলেন মা পরের দিন অর্থাৎ আজ বাবার বাড়িতে গিয়ে আত্মঘাতী হন মহিলা। ময়নাতদন্তের জন্য নন্দীগ্রাম থানার পুলিশ মৃতদেহ তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে।তবে পর পর দুটি মৃত্যুর কারণ সেভাবে এখনো স্পষ্ট জানা যায়নি।
No comments