পোড়া মাটির ইটের পরিবর্তে সিমেন্টের ইট উপাদানের কাজ শুরুরথযাত্রার পুণ্য তিথিতে ১ জুলাই শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা শিল্প শহর হলদিয়া মহকুমার অন্তর্গত হলদিয়া ব্লকের দেউলপোতা গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত দোলপোতা গ্রামে সর্বপ্রথম এব…
পোড়া মাটির ইটের পরিবর্তে সিমেন্টের ইট উপাদানের কাজ শুরু
রথযাত্রার পুণ্য তিথিতে ১ জুলাই শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা শিল্প শহর হলদিয়া মহকুমার অন্তর্গত হলদিয়া ব্লকের দেউলপোতা গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত দোলপোতা গ্রামে সর্বপ্রথম এবং সর্ববৃহৎ হিন্দুস্থান ব্রিক্স কারখানার শুভ উদ্বোধন হয়।
পোড়া মাটির ইটের পরিবর্তে সিমেন্টের ইট উদপাদন করা হবে।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক মাইতি,স্থানীয় পঞ্চায়েত সদস্য দিব্যেন্দু মান্না,শশাঙ্ক মান্না সহ অন্যান্যরা।
No comments