Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

May 24, 2025

Weather Location

Breaking News:

গুরু পূর্ণিমায় আরতি কীর্তনে মেতে উঠলেন শুভেন্দু

গুরু পূর্ণিমায় আরতি কীর্তনে মেতে উঠলেন শুভেন্দু
 গুরু পূর্ণিমা। সেই উপলক্ষে মহিষাদলের ভারত সেবাশ্রম সংঘে উপস্থিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই সন্ধ্যা আরতি ও কীর্তনে মেতে উঠলেন শুভেন্দু। এদিন প্রথমে আশ্রমের…

 


গুরু পূর্ণিমায় আরতি কীর্তনে মেতে উঠলেন শুভেন্দু


 গুরু পূর্ণিমা। সেই উপলক্ষে মহিষাদলের ভারত সেবাশ্রম সংঘে উপস্থিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই সন্ধ্যা আরতি ও কীর্তনে মেতে উঠলেন শুভেন্দু। এদিন প্রথমে আশ্রমের রথ কিছুটা টানেন তিনি। এরপর স্বামী প্রণবানন্দ মহারাজের আরতি করেন তিনি। পরে খোল- খর্তালের তাহলে কীর্তনে মেতে ওঠেন তিনি। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসক দলকে একাধিক কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন, "মাথা উঁচু আছে। এই জেহাদী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি নন্দীগ্রামে। এবার বাংলা থেকে রাজনৈতিকভাবে ছাড়া করবো। বাংলায় সনাতন ধর্মের প্রতিষ্ঠা করবো।"

No comments