Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রকাশিত হল পূর্ব মেদিনীপুর জেলার ২০২২এর ফুটবল রেফারি পরীক্ষার ফলাফল

প্রকাশিত হল পূর্ব মেদিনীপুর জেলার ২০২২এর ফুটবল রেফারি পরীক্ষার ফলাফল। মহিষাদল ব্লকের অন্তর্গত ক্ষুদিরাম বোস কলেজ অফ্ এডুকেশান এ পূর্ব মেদিনীপুর রেফারিজ্ এ্যসোসিয়েশান এর উদ্যোগে গত ১২ ই জুন,২০২২তারিখ জেলা ফুটবল রেফারি পরীক্ষা (লি…

 



প্রকাশিত হল পূর্ব মেদিনীপুর জেলার ২০২২এর ফুটবল রেফারি পরীক্ষার ফলাফল। মহিষাদল ব্লকের অন্তর্গত ক্ষুদিরাম বোস কলেজ অফ্ এডুকেশান এ পূর্ব মেদিনীপুর রেফারিজ্ এ্যসোসিয়েশান এর উদ্যোগে গত ১২ ই জুন,২০২২তারিখ জেলা ফুটবল রেফারি পরীক্ষা (লিখিত) সম্পন্ন হয়। পূর্ব মেদিনীপুর জেলার চারটি মহকুমা থেকে মোট ২৭ জন পরীক্ষার্থী  পরীক্ষায় অংশগ্রহণ করে ছিলেন। এর মধ্যে কাঁথি মহকুমা থেকে ৬ জন,এগরা মহকুমার থেকে ৬ জন, তমলুক মহকুমার থেকে ৩ জন এবং হলদিয়া মহকুমা থেকে ১২ জন পরীক্ষার্থী ছিলেন।  পরীক্ষায় কৃতকার্য হয়েছেন মোট ১৫ জন।৮৯ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন হলদিয়া মহকুমার প্রদীপ সামন্ত, ৮৭  নম্বর পেয়ে দ্বিতীয় স্থান লাভ করেছেন কাঁথি মহকুমার সঞ্চয়ন পন্ডিত এবং ৮৫  নম্বর পেয়ে তৃতীয় স্থানে হলদিয়ার সুরজিৎ দাস।Calcutta Referees' Association এর তত্ত্বাবধানে পরীক্ষা অনুষ্ঠিত হয়।CRA থেকে মাননীয় অসিত দত্ত  Observer হিসেবে আসেন।  পূর্ব মেদিনীপুর রেফারিজ্ এ্যসোসিয়েশান এর সম্পাদক ত্রিদিব হাজরার বলেন এবছর জেলায় সর্ব প্রথম রেফারি একাডেমী তৈরী হতে চলেছে।  রেফারি পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের মধ্য থেকে ১২ জনকে বাছাই করে পূর্ব মেদিনীপুর রেফারি একাডেমীতে রেখে তাদের ক্লাস শুরু হবে। খাওয়া,থাকা,ও অনান্য সামগ্ৰী একাডেমী বহন করবে। একটাই উদ্দেশ্য জাতীয় রেফারি তৈরি করে জেলায় বিভিন্ন টুর্নামেন্ট সুষ্ঠভাবে পরিচালনা করা। AIFF এবং CRA সকল রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

No comments