Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন ও শ্রী শ্রী সঁন্তোষী মাতার পুজোর আয়োজন করলেন প্রতাপদীঘি - বাগমারী ঐক্য সম্মিলনী সংস্থার পক্ষ থেকে।

নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন ও শ্রী শ্রী সঁন্তোষী মাতার পুজোর আয়োজন করলেন প্রতাপদীঘি - বাগমারী ঐক্য সম্মিলনী সংস্থার পক্ষ থেকে। 
সৃষ্টি ধর সাউ -পটাশপুর- পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের প্রতাপদীঘি বাগমারী ঐক্য সম্মি…

 




নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন ও শ্রী শ্রী সঁন্তোষী মাতার পুজোর আয়োজন করলেন প্রতাপদীঘি - বাগমারী ঐক্য সম্মিলনী সংস্থার পক্ষ থেকে। 


সৃষ্টি ধর সাউ -পটাশপুর- পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের প্রতাপদীঘি বাগমারী ঐক্য সম্মিলনী সংস্থার পক্ষ থেকে বনাট‍্য শোভাযাত্রা সহকারে সার্বজনীন শ্রী শ্রী সন্তোষী মাতার  পুজো ও নব নির্মিত মন্দির এর দ্বার উৎঘাটন এর শুভ শুচনা হয়  ।  নব নির্মিত মন্দিরের দ্বার উৎঠাটন করেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস মন্ত্রী অখিল গিরি,  এছাড়াও উপস্থিত ছিলেন পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক,  পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধক্ষ‍্য মৃনাল কান্তি দাস,সমাজসেবি বিজন বন্ধু বাগ, স্বপন মাইতি,   এই পুজো এবছর ৪২ তম বর্ষে পর্দাপন করলো। এই পুজো ঘিরে বসেছে মেলা পাঁচ দিন ধরে চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। সংস্থার কর্মকর্তারা জানান আগে এই পুজো হতো মাটির প্রতিষ্ঠিত মন্দিরে এবছর নব নির্মিত মন্দির প্রতিষ্ঠা ও সেই মন্দিরে পুজোর আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চ থেকে এই দিন দুস্থ ব‍্যক্তিদেরহাতে বস্ত্র তুলে দেওয়া হয়।

No comments