Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলা প্রশাসনের উদ্দোগে জেলা স্বাস্থ্য দপ্তর ও প্রানী সম্পদ দপ্তরের ব‍্যবস্থাপনায় যক্ষ্মা রোগীদের চারা গাছ ও মুরগির ছানা বিতরণ

জেলা প্রশাসনের উদ্দোগে জেলা স্বাস্থ্য দপ্তর ও প্রানী সম্পদ দপ্তরের ব‍্যবস্থাপনায় যক্ষ্মা রোগীদের চারা গাছ ও মুরগির  ছানা  বিতরণ প্রদীপ কুমার মাইতি -তমলুক-পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্দোগে জেলা স্বাস্থ্য দপ্তর ও প্রানী সম্পদ …

 



জেলা প্রশাসনের উদ্দোগে জেলা স্বাস্থ্য দপ্তর ও প্রানী সম্পদ দপ্তরের ব‍্যবস্থাপনায় যক্ষ্মা রোগীদের চারা গাছ ও মুরগির  ছানা  বিতরণ

 প্রদীপ কুমার মাইতি -তমলুক-পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্দোগে জেলা স্বাস্থ্য দপ্তর ও প্রানী সম্পদ দপ্তরের ব‍্যবস্থাপনায় যক্ষ্মা রোগীদের চারা গাছ ও মুরগির  ছানা তুলে দেওয়া হয়।এইদিন  ৮৪ জন যক্ষ্মা রোগীর হাতে এই চারা গাছ ও মুরগির ছানা তুলে দেওয়া হয়।এদিনের এই কমসূচীতে উপস্থিত ছিলেন STO ডঃ বরুন সাঁতরা, ADM জেলা পরিষদ ও স্বাস্থ্য শ্বেতা আগরওয়াল, CMOH বিভাস রায়,সহকারী সভাপতি সেখ সুফিয়ান,ADCE অচিন মাজী,বিধায়ক বিপ্লব রায়চৌধুরী, বিডিও তাপস হাজরা,পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না, জেলা পরিষদের মেন্টর অসিত ব্যানার্জী সহ অনান‍্য অতিথিবৃন্দ।এদিন জানানো হয় দিনকেদিন যক্ষা রোগীর সংখ্যা কমছে।সেই নিরিখে এই মুহুর্তে কোলাঘাটে ৮৪ জন যক্ষা আক্রান্ত রোগী আছে এবং তাদের চিকিৎসাও চলছে।সারা দেশে ৮ টি জেলা যক্ষা কম আক্রান্তের নিরিখে পুরস্কৃত করা হয়।তারমধ্যে পশ্চিম বঙ্গের একমাত্র জেলা পূর্ব মেদিনীপুর পুরস্কার পায়।এই অনুষ্ঠানে আধিকারিকেরা জানান, রাজ্যোর যক্ষা আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে হবে।আগামী ২০২৪ সালের মধ্যে যক্ষামুক্ত বাংলা গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে রাজ্য স্বাস্থ্যদপ্তর।

No comments