Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উচ্চমাধ্যমিকে রাজ্যে অষ্টম হলদিয়ার জয়িতা ঘোড়াই

উচ্চমাধ্যমিকে রাজ্যে অষ্টম হলদিয়ার জয়িতা ঘোড়াই
৪৪ দিনের মাথায় উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে শুক্রবার।উচ্চমাধ্যমিকের ইতিহাসে এই প্রথমবার হোম সেন্টারে পরীক্ষা হয়েছিল।পাশের হার ৮৮.৪৪%মেধাতালিকায় প্রথম দশে রয়েছে ২৭২ জন।…

 





উচ্চমাধ্যমিকে রাজ্যে অষ্টম হলদিয়ার জয়িতা ঘোড়াই


৪৪ দিনের মাথায় উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে শুক্রবার।উচ্চমাধ্যমিকের ইতিহাসে এই প্রথমবার হোম সেন্টারে পরীক্ষা হয়েছিল।পাশের হার ৮৮.৪৪%

মেধাতালিকায় প্রথম দশে রয়েছে ২৭২ জন।

পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর।হলদিয়ার সুতাহাটার পরাণচক শিক্ষা নিকেতন হাইস্কুলের ছাত্রী জয়িতা ঘোড়াই মেধাতালিকায় জায়গা পেয়েছে।রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে জয়িতা।কলা বিভাগের ছাত্রী,তার প্রাপ্ত নম্বর ৪৯১।ইংরেজি নিয়ে পড়াশোনা করতে চায় সে।

বাড়িতে মা,বাবা ও ভাই রয়েছে,পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে,লেখালেখি করতে ও গল্পের বই পড়তে ভালোবাসে।ওই ছাত্রীর বাড়ি হলদিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গিরিশমোড় সংলগ্ন দোরো-জয়নগরের পানা গ্ৰামে।বাবা নিমাই চাঁদ ঘোড়াই পরাণচক হাইস্কুলের শিক্ষাবিজ্ঞান বিষয়ের শিক্ষক।মেয়ের সাফল্যে ভীষণ খুশি মা মৌমুমী ঘোড়াই।তিনি মেয়ে ভালো রেজাল্ট করবে আশা করেছিলাম,কিন্তু মেধাতালিকায় জায়গা পাবে বলে আশা করিনি।

জয়িতা জানিয়েছে মাধ্যমিকে ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছিলাম,স্বপ্ন ছিল মেধাতালিকায় নাম তোলার, উচ্চমাধ্যমিকে সেই স্বপ্ন পূরণ হল,খুব খুশি।স্কুলের প্রধান শিক্ষক প্রাণনাথ শেঠ বলেন কোভিডের জন্য দু'বছর স্কুল বন্ধ ছিল,কিন্তু দশম ও দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাস ও প্রাকটিক্যাল ক্লাস যথারীতি হয়েছে।এই প্রথম পরাণচক হাইস্কুল উচ্চমাধ্যমিকে মেধাতালিকায় স্থান পেয়েছে,খুব খুশি স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকারা।

হলদিয়া এলাকায় স্কুলভিত্তিক উচ্চমাধ্যমিকের ফলাফল (হলদিয়া)

১) পরাণচক শিক্ষা নিকেতন মোট পরীক্ষার্থী:- ১৫১পাশ:- ১৫১সর্বোচ্চ নম্বর:- জয়িতা ঘোড়াই– ৪৯১

২) হলদিয়া গভর্নর স্পনসর বিবেকানন্দ বিদ্যাভবন মোট পরীক্ষার্থী:- ২২৪ পাশ:- ২২৪ সর্বোচ্চ নম্বর:- অরিন্দম পট্টনায়ক– ৪৭৬৩) হলদিয়া হাইস্কুল মোট পরীক্ষার্থী:- ১৪২পাশ:- ১৪২ সর্বোচ্চ নম্বর:- ঊর্ণা ভট্টাচার্য– ৪৬৪ (৪) চকদ্বীপা হাইস্কুল মোট পরীক্ষার্থী:- ২২৮পাশ:- ২২৮সর্বোচ্চ নম্বর:- রনিত সাউট্যা– ৪৭৫ (৫) লক্ষ্যা হাইস্কুল মোট পরীক্ষার্থী:- ২২১পাশ:- ২২১সর্বোচ্চ নম্বর:- সায়ন্তন সাহু ও শুভদীপ মন্ডল– ৪৭৮ (৬) বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয় মোট পরীক্ষার্থী:- ১৬৬ পাশ:- ১৬৬ সর্বোচ্চ নম্বর:- অমৃতা প্রধান– ৪৮৫ (৭) দক্ষিণচক হাইস্কুল মোট পরীক্ষার্থী:- ৬৮পাশ:- ৬৮সর্বোচ্চ নম্বর:- পৌলমী সামন্ত–৪৬৬ (৮) হলদিয়া বাসুদেবপুর গভর্নমেন্ট স্পনসর হাই সেকেন্ডারি হাইস্কুল মোট পরীক্ষার্থী:-১৯৩ পাশ:-১৯৩ সর্বোচ্চ নম্বর:- বিনায়ক চক্রবর্তী– ৪৮৪ (৯) পুনর্বাসন হাইস্কুল মোট পরীক্ষার্থী:-৭৭পাশ:-৭৭সর্বোচ্চ নম্বর:-মৌসুমী সামন্ত– ৪৪৪ (১০) গেঁওয়াডাব পঞ্চানন স্মৃতি মিলন বিদ্যাভবন মোট পরীক্ষার্থী:- ১০১পাশ:- ১০১ সর্বোচ্চ নম্বর:- রাখী রানা– ৪৬৩ (১১) সাপুয়া হাইস্কুল মোট পরীক্ষার্থী:- ৬৪ পাশ:- ৬৪ সর্বোচ্চ নম্বর:- সোনালী মাইতি–৪৭৬ ১২) মনোহরপুর হাইস্কুল মোট পরীক্ষার্থী:- ৬০ পাশ:- ৬০সর্বোচ্চ নম্বর:- অসীমা মাইতি ও সুজাতা প্রামানিক– ৪৩৫

No comments