Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মানবিক চিকিৎসক ডাক্তার সুমন কুমার ঘোষ

মানবিক চিকিৎসক ডাক্তার সুমন কুমার ঘোষ( MD) কনসালটেন্ট ফিজিশিয়ান ও ডায়াবেটোলজিস্ট              পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার মেছোগ্রামে ডাক্তার সুমন কুমার ঘোষের তত্বাবধানে আয়োজিত হলো ডায়বেটিস সচেতনতা ও বিনামূল্যে স্বাস্থ…

 




মানবিক চিকিৎসক ডাক্তার সুমন কুমার ঘোষ( MD) কনসালটেন্ট ফিজিশিয়ান ও ডায়াবেটোলজিস্ট       

       পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার মেছোগ্রামে ডাক্তার সুমন কুমার ঘোষের তত্বাবধানে আয়োজিত হলো ডায়বেটিস সচেতনতা ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির।বর্তামানে পরিসংখ্যানে দেখাযাচ্ছে ভারতে প্রতি একশো জনে এগারো জন ডায়বেটিশে আক্রান্ত হচ্ছেন।

ভিডিও দেখতে ইচ্ছুক করুন।https://youtu.be/xGGOnc-v_J0

আর এই ডায়বেটিস থেকে সুস্থ্য ভাবে বাঁচতে কি কি পন্থা অবলম্বন করা প্রয়োজন  এবিষয়ে এদিন সচেতনতা নিয়ে সেমিনার করা হয়।পাশাপাশি এদিন ডাক্তার সুমন কুমার ঘোষের তত্বাবধানে এলাকার বহু ডায়োবেটিশ আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ তুলে দেওয়া হয়। এলাকার প্রায় দুশো রুগি দেখেন ডাক্তার এম ডি সুমন কুমার ঘোষ। এই শিবিরে ফিতা কেটে উদ্বোধন করেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দমিশ্র। উপস্তিত ছিলেন পাঁশকুড়া থানার আইসি আশীষ মজুমদার সহ বিশিষ্ট জন। ডাক্তার সুমন কুমার ঘোষ নিজের লেখা একটি বই বিশিষ্ট জনের হাতে তুলে দেন ডাক্তার সুমন কুমার ঘোষ করোনা কালে কোলাঘাট সহ বিভিন্ন যায়গায় দিনের পর দিন বিনে পয়সায় জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা পরিসেবা দিয়ে ছিলেন।

No comments