Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদল রথযাত্রা উদযাপন কমিটির সভা

মহিষাদল রথযাত্রা উদযাপন কমিটির সভামহিষাদলের রথে এবার জগন্নাথের পোলাও প্রসাদ,এবছর মহিষাদলে রথের দিন ২০হাজার পুণ্যার্থীকে জগন্নাথের পোলাও ভোগপ্রসাদ বিতরণ করা হবে। শনিবার সন্ধ্যায় ব্লক প্রশাসনের উদ্যোগে মহিষাদলে রথ কমিটির প্রস্তুতি…

 

মহিষাদল রথযাত্রা উদযাপন কমিটির সভা

মহিষাদলের রথে এবার জগন্নাথের পোলাও প্রসাদ,এবছর মহিষাদলে রথের দিন ২০হাজার পুণ্যার্থীকে জগন্নাথের পোলাও ভোগপ্রসাদ বিতরণ করা হবে। শনিবার সন্ধ্যায় ব্লক প্রশাসনের উদ্যোগে মহিষাদলে রথ কমিটির প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত হয়েছে। করোনায় দু'বছর বন্ধ থাকার পর এবার বড় আকারে রথের উৎসব হবে। ২২ দিনের রথ উৎসব আরও দু’দিন বাড়িয়ে ২৪দিন করা হয়েছে। রথ উপলক্ষে একগুচ্ছ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিধায়ক তিলক চক্রবর্তী বলেন, রথের সময় যাতে বিদ্যুৎ সমস্যা না হয় সেজন্য বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলে বাড়তি ট্রান্সফরমার বসানো হচ্ছে। এদিন সন্ধ্যায় ব্লক প্রশাসন, পুলিস,

বিদ্যুৎ দপ্তর, পঞ্চায়েত সমিতিকে নিয়ে প্রস্তুতি মিটিং হয়। রথ কমিটি জানিয়েছে, এবার পানিহাটি চিঁড়ে উৎসবে দুর্ঘটনার কথা মাথায় রেখে সমস্ত রাস্তায় বিশেষ নজরদারি ব্যবস্থা রাখা হচ্ছে। রাস্তা থেকে ৫ ফুট ছেড়ে দোকান বসানোর অনুমতি দেওয়া হবে। মদ্যপান করে কেউ যাতে বিশৃঙ্খলা তৈরি না করতে পারে সেজন্য রথের দিন মহিষাদল এলাকার সমস্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেৱে পুলিস।

এছাড়া রথের দিন অতিরিক্ত ভিড় কোথায় হচ্ছে তা সিসিটিভি ক্যামেরা ও ড্রোন উড়িয়ে নজরদারি করা হবে। ভিড় ঠেকাতে বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিনে লাইভ রথ টানা দেখানোর পরিকল্পনা করা হয়েছে। এছাড়া রথের দিন বিকেল ৩টে থেকে রাত্রি ৮টা পর্যন্ত হলদিয়া মেচেদা রাজ্য সড়ক ও গেঁওখালি-তেরপেখিয়া রুটে বাস চলাচল বন্ধ রাখা হবে।

No comments