Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পশ্চিমবঙ্গের জন্মদিন

পশ্চিমবঙ্গের জন্মদিন২০ জুন পশ্চিমবঙ্গের ৭৬ তম জন্মদিন ।এদিন পশ্চিমবঙ্গ দিবস ।কিন্তু ক'জন আমরা অবগত যে, এদিনটি আমাদের পশ্চিমবঙ্গের জন্মদিন। নিজের বুকে হাত দিয়ে আমরা নিজেরাই নিজেদের কাছে আত্মস্বীকার করে দেখতে পারি । দেশের মহা…

 



 পশ্চিমবঙ্গের জন্মদিন

২০ জুন পশ্চিমবঙ্গের ৭৬ তম জন্মদিন ।এদিন পশ্চিমবঙ্গ দিবস ।কিন্তু ক'জন আমরা অবগত যে, এদিনটি আমাদের পশ্চিমবঙ্গের জন্মদিন। নিজের বুকে হাত দিয়ে আমরা নিজেরাই নিজেদের কাছে আত্মস্বীকার করে দেখতে পারি । দেশের মহারাষ্ট্র  এবং গুজরাটে ১ মে, কর্নাটকে ১ নভেম্বর , বিহারে ২২ মার্চ ,উড়িষ্যায় ১এপ্রিল, রাজস্থানে ৩০ মার্চ সংশ্লিষ্ট রাজ্য দিবস মহা  উৎসাহের সঙ্গে পালিত হয়। এর মাধ্যমে রাজ্যবাসীকে জানানো হয়, কেন, কখন বর্তমান রাজ্য টি তৈরি হয়েছিল । যেমন ,গুজরাট এবং মহারাষ্ট্র ১৯৬০ সালে, রাজস্থান১৯৪৯ সালে তৈরি হয়েছিল। আমাদের স্কুলের ইতিহাস বইয়ে শেখানো হয় বাবর'এর বিদেশে জন্ম ,কিন্তু নিজেদের রাজ্যের জন্মদিনের ইতিহাস শেখানো হয় না। হয়তো সেই কারণেই ২০ জুন পশ্চিমবঙ্গের জন্ম ৭৫ বছর আগে ১৯৪৭ সালে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় যে হয়েছিল ,আমরা অনেকেই এ বিষয়ে অজ্ঞ। এই কারণেই হয়তো একান্ত জরুরি ইতিহাস ঘেঁটে জানার, কবে এবং কেন পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল ।

No comments