Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্লু স্টার ক্রিকেট ক্লাব দেখতে দেখতে 25 তম বর্ষে পদার্পণ

25 তম বর্ষে পদার্পণ ব্লু স্টার ক্রিকেট ক্লাব 

ব্লু স্টার ক্রিকেট ক্লাব দেখতে দেখতে ২৫ তম বর্ষে পদার্পণ করল ছাড়া রাজ্যের বিভিন্ন জায়গায় এই ক্লাব ক্রিকেট যেমন অংশগ্রহণ করেছেন ঠিক তেমনি ভাবে ব্লুস্টার নাম নিয়ে ফুটবল ভলিবল খেলার ব…

 


25 তম বর্ষে পদার্পণ ব্লু স্টার ক্রিকেট ক্লাব 



ব্লু স্টার ক্রিকেট ক্লাব দেখতে দেখতে ২৫ তম বর্ষে পদার্পণ করল ছাড়া রাজ্যের বিভিন্ন জায়গায় এই ক্লাব ক্রিকেট যেমন অংশগ্রহণ করেছেন ঠিক তেমনি ভাবে ব্লুস্টার নাম নিয়ে ফুটবল ভলিবল খেলার বিভিন্ন জায়গায় তিন দিয়েছিলেন 25 তম বর্ষ এসে এলাকার নতুন প্রজন্মকে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার জন্য ক্রিকেট অ্যাথলেটিক্স এবং ফিটনেস করার উদ্যোগ নিয়েছেন । 

শিল্পাঞ্চল এলাকায় প্র্যাকটিস করার মত মাঠ নেই।  যদিও দীর্ঘ প্রায় 22 বছর আগে বাম আমলে হলদিয়া বাড়ঘাসীপুর মৌজায় বড় স্টেডিয়াম গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন তৎকালীন বামসরকার 70 একর জায়গা অধিগ্রহণ করেছিলেন কিন্তু সেই স্বপ্ন অধরা হয়ে গেছে। সেই অর্ধ নির্মিত মাঠ অগোছালো মাঠকে এলাকার কচিকাচাদের খেলার উপযুক্ত করার উদ্যোগ নিয়েছিলেন ব্লুস্টার ক্রিকেট ক্লাব । তারা গত তিন বছর ধরে এই মাঠে ছোটদের ক্রিকেট অ্যাথলেটিক্স এবং ফিটনেস থাকার জন্য বিভিন্ন যোগা প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন সম্পূর্ণ বিনা পয়সায় ক্লাব থেকে যারা কচিকাঁচারা কলিকাতার বড় ক্লাবে ক্রিকেট খেলারও ব্যবস্থা করে দিয়েছেন ব্লু স্টার ক্রিকেট কাপ প্রত্যেক বৎসর প্রিমিয়াম লীগ বিভিন্ন জেলার ক্লাব দের নিয়ে inter-district ক্রিকেট এবং শিল্পাঞ্চল এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকদের নিয়ে ইন্টার মহকুমার ক্রিকেট প্রিমিয়াম লীগ করে থাকে কিন্তু বুস্টার ক্রিকেট ক্লাব এ বছর তাদের 25 বছর পদার্পণ করেছেন তারা কি কি উদ্যোগ নিতে চলেছেন আগামী প্রজন্মের জন্য তা জানালেন ক্লাবের প্রশিক্ষক উদ্যোক্তা।

 

No comments