Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্য হেরিটেজ কমিশনের খেজুরী পরিদর্শন

রাজ্য হেরিটেজ কমিশনের খেজুরী পরিদর্শন২১ জুন : পশ্চিমবঙ্গ রাজ্য হেরিটেজ কমিশনের দুই  সদস্যের এক প্রতিনিধি দল রাজা রামমোহন রায়ের জন্মের সার্ধদ্বিশতবর্ষে তাঁর স্মৃতি বিজড়িত প্রাচীন খেজুরী বন্দর সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। খেজুরী হ…

 




রাজ্য হেরিটেজ কমিশনের খেজুরী পরিদর্শন

২১ জুন : পশ্চিমবঙ্গ রাজ্য হেরিটেজ কমিশনের দুই  সদস্যের এক প্রতিনিধি দল রাজা রামমোহন রায়ের জন্মের সার্ধদ্বিশতবর্ষে তাঁর স্মৃতি বিজড়িত প্রাচীন খেজুরী বন্দর সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতি প্রেরিত চিঠির পরিপ্রেক্ষিতে রাজ্য হেরিটেজ কমিশনের অফিসার অন স্পেশাল ডিউটি বাসুদেব মালিক ও তার সহকর্মী অরিন্দম রায় দুপুরে খেজুরীতে পৌঁছান। খেজুরী  হেরিটেজ সুরক্ষা সমিতির পক্ষে তাঁদেরকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতির সম্পাদক ড. রামচন্দ্র মন্ডল ও অন্যতম সহ সম্পাদক সুমন নারায়ন বাকরা। প্রতিনিধিদলকে খেজুরীর প্রাচীনতম ডাক ও তার ঘর , বাউটা মঞ্চ, প্রাচীন খেজুরী বন্দর এলাকা, ডাক ও সেচ বাংলো, ইওরোপীয়ান সমাধীক্ষেত্র, নীলকুঠি ঘুরিয়ে দেখান হেরিটেজ কমিটির সভাপতি ড. অসীমকুমার মান্না, সহ: সভাপতি ড. প্রবালকান্তি হাজরা, সহ সম্পাদক সুদর্শন সেন, কোষাধ্যক্ষ স্বপন কুমার মন্ডল, জেলা পরিষদ সদস্য বিমান কুমার নায়ক, নিজকশবা গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান সমুদ্ভব দাশ, সদস্য ড. বিষ্ণুপদ জানা, জয়দেব মাইতি প্রমুখ। বাজকুল ফরেস্ট রেঞ্জের রেঞ্জার শমীক জানা প্রতিনিধিদলসহ উপস্থিত সকলকে অভ্যর্থনা জানিয়ে দুপুরে আপ্যায়নসহ মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেন।

No comments