Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ার শিল্প কলকারখানা থেকে বিশেষ ধরনের গ্যাস ছাড়ছে। নষ্ট হয়ে যাচ্ছে শাকসবজী সবুজ ধরনের পণ্য

হলদিয়ার শিল্প কলকারখানা থেকে বিশেষ ধরনের গ্যাস ছাড়ছে। নষ্ট হয়ে যাচ্ছে শাকসবজী সবুজ ধরনের পণ্য  হলদিয়া বেশ কয়েকটি  শিল্প সংস্থা বিশেষ ধরনের গ্যাস ছাড়ছে। নষ্ট হয়ে যাচ্ছে শাকসবজী সবুজ ধরনের পণ্য  যেমন ডাব পেঁপে ধানগাছ। বিশেষ…

 



 হলদিয়ার শিল্প কলকারখানা থেকে বিশেষ ধরনের গ্যাস ছাড়ছে। নষ্ট হয়ে যাচ্ছে শাকসবজী সবুজ ধরনের পণ্য 

 হলদিয়া বেশ কয়েকটি  শিল্প সংস্থা বিশেষ ধরনের গ্যাস ছাড়ছে। নষ্ট হয়ে যাচ্ছে শাকসবজী সবুজ ধরনের পণ্য  যেমন ডাব পেঁপে ধানগাছ। বিশেষ করে রাত্রি ১১  টার পর থেকেই ক্রমশ তীব্র হয় গ্যাস।  গ্যাসটি ভারী হওয়ার নিঃশ্বাস নিতেও কষ্ট হয় সাধারণ মানুষের । বিশেষ করে হলদিয়া পৌর এলাকার পাশাপাশি গ্রামাঞ্চল এলাকায় তীব্রতা অনুভব করা যায়। শিশু ও বয়স্কদের যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের ক্ষেত্রে বড় কষ্টকর। এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করার জন্য আবেদন করলেন  হলদিয়া প্রাণী ও মৎস কল্যাণ দপ্তরের কর্মাধক্ষ গোকুল মাজী। তিনি বলেন যে  সংস্থা রাতে  সকলের অগোচরে এই গ্যাস ছাড়ছে। সেই সংস্থা কে চিহ্নিত করুন পলিউশন কন্ট্রোল বোর্ড। এই গ্যাসের ফলেই শাকসবজি এবং ডাব বিশেষ ধরনের দাগ দেখা যায় ও ফলন কমে গেছে। এই গ্যাস বিশেষ করে শিল্পাঞ্চল এলাকায় বড় বাড়ি, গেঁওয়া ডাব , শোলাট, ডিঃঘাসীপুর, কিসমৎ রামনগর শোভারামপুর এলাকায় গ্যাসের তীব্রতা প্রচন্ডভাবে লক্ষ্য করা যায়।

No comments