Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সুতাহাটায় ঝাঁ-চকচকে শিশু আলয় উদ্বোধনের অপেক্ষায়

সুতাহাটায় ঝাঁ-চকচকে শিশু আলয় উদ্বোধনের অপেক্ষায়ডোবা বুজিয়ে তৈরি হয়েছে শিশুদের পঠন-পাঠনের জন্য শিশু আলয়।হলদিয়ার সুতাহাটা পঞ্চায়েত সমিতির আশদতলিয়া গ্ৰাম পঞ্চায়েত ভবনের সামনে চলতি বছরে গড়ে উঠেছে অভিনব ঝাঁ-চকচকে শিশু আলয়।…

 




সুতাহাটায় ঝাঁ-চকচকে শিশু আলয় উদ্বোধনের অপেক্ষায়

ডোবা বুজিয়ে তৈরি হয়েছে শিশুদের পঠন-পাঠনের জন্য শিশু আলয়।হলদিয়ার সুতাহাটা পঞ্চায়েত সমিতির আশদতলিয়া গ্ৰাম পঞ্চায়েত ভবনের সামনে চলতি বছরে গড়ে উঠেছে অভিনব ঝাঁ-চকচকে শিশু আলয়।

স্থায়ী ঘর ছিল না,কখনো পাড়ার ক্লাবের মধ্যে আবার কখনো ভগ্নপ্রায় গোয়ালঘর পরিস্কার করে ক্লাস চলেছে।তাও শেষ রক্ষা হয়নি,শেষে ঠাঁই হয়েছিল তৃনমূলের দলীয় পার্টি অফিসে। হাজার কষ্ট উপেক্ষা করে এভাবেই কেটে গেছে বেশ কয়েকবছর।


কিন্তু স্থায়ী ঘরের বন্দোবস্ত করা যায়নি।শেষে ২০১৯ সালে স্থানীয় এক বাসিন্দার দান করা ডোবা ভরাট করে সেই জায়গায় তৈরি করা হয় শিশু আলয়।ওই এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও অভিভাবকদের আর্থিক সহযোগিতায় ওই ডোবায় মাটি ফেলা হয়েছিল।এরপর হলদিয়া ইন্ডিয়ান ওয়েল শিল্প সংস্থা তাদের সামাজিক সুরক্ষা প্রকল্পে তিন ডেসিমল জায়গার ওপর প্রায় ২০ লক্ষ টাকা ব্যায় করে একটি ক্লাসরুম,একটি কিচেনরুম,বারান্দা সহ সুলভ শৌচাগার তৈরি করে দিয়েছে।চলতি বছরে ফেব্রুয়ারি মাস থেকে ওই বিল্ডিং তৈরির কাজ শুরু হয়।ইতিমধ্যেই বিল্ডিং তৈরির পুরো কাজ শেষ হয়ে গেছে।এবার শুধু দরজা খোলার অপেক্ষা।দেওয়াল জুড়ে স্বরবর্ণ,ব্যাঞ্জনবর্ণ থেকে শিশুদের মনোরঞ্জনের জন্য ছোটা ভিম,টম এন্ড জেলি সহ বিভিন্ন গান,কবিতার লাইনের চালচিত্র ফুটে উঠেছে।

পরিশোধিত জল,বিদ্যুৎ সংযোগ থেকে মুখ ধোয়ার ব্রেসিং সবটাই হয়েছে।বাইরে একটি ছোট পার্ক তৈরিরও পরিকল্পনা রয়েছে।

কোভিডের আগে সংখ্যাটা বেশি থাকলেও বর্তমান পড়ুয়া সংখ্যা মাত্র ২১ জন।অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী তথা শিক্ষিকা গীতা সুকুল বলেন ছাত্রছাত্রীদের বসে পড়ার জন্য উপযুক্ত ঘর ছিলনা,বর্ষকাল এলেই ভীষণ অসুবিধা হতো,গ্ৰামের এক বাসিন্দার দেওয়া একটি ডোবা পেয়ে নিজের জমানোর ৬০-৭০ হাজার টাকা,অভিভাবক ও গ্ৰামবাসীদের সহযোগিতা পেয়ে ভরাট করে বাস্তু জায়গায় পরিণত করি।এরপর স্বামী ও স্থানীয় কয়েকজন বাসিন্দা,পঞ্চায়েত প্রধানের উদ্যোগে রাস্তা তৈরি থেকে শুরু করে যাবতীয় কাজ হয়েছে।কোভিডের পরে নতুন ভবন পেয়ে খুদে পড়ুয়ারা খুব খুশি হবেন বলে আশা করছেন স্থানীয়রা।

No comments