Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কেন্দ্রের বঞ্চনার শিকার পটাশপুরে কৃষকদের বুকে প্লাকার্ড নিয়ে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে প্রতিবাদ মিছিল

কেন্দ্রের বঞ্চনার শিকার পটাশপুরে  কৃষকদের বুকে প্লাকার্ড নিয়ে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে প্রতিবাদ মিছিল
প্রদীপ কুমার মাইতি-পূর্ব মেদিনীপুরঃপটাশপুর-বাংলার প্রতি বঞ্চনা কেন্দ্রের বিরুদ্ধে ১০০ দিনের  কাজের মজুরি পাচ্ছে না, দ…

 




কেন্দ্রের বঞ্চনার শিকার পটাশপুরে  কৃষকদের বুকে প্লাকার্ড নিয়ে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে প্রতিবাদ মিছিল


প্রদীপ কুমার মাইতি-পূর্ব মেদিনীপুরঃপটাশপুর-বাংলার প্রতি বঞ্চনা কেন্দ্রের বিরুদ্ধে ১০০ দিনের  কাজের মজুরি পাচ্ছে না, দীর্ঘ ছয় থেকে সাত মাস ধরে অভিযোগ তুলে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ ব্লকের নৈপুর ও গোকুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নৈপুর লক্ষী বাজার থেকে স্থানীয় স্কুল বাজার পর্যন্ত ৪,কিলোমিটার রাস্তা প্রতিবাদে সামিল হন কয়েক শো কৃষক। একদিকে একশো দিনের কাজের টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে। সেই বঞ্চনার অভিযোগ তুলে, অন্যদিকে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল, মূল্যবৃদ্ধি দিনে দিনে বেড়েই চলেছে। যার কারণে সাধারণ মানুষের হেঁসেলে আগুন জ্বলছে, তার ওপরে সবজির বাজার অগ্নি মূল্য হচ্ছে। তারই প্রতিবাদে সোমবার নৈপুর- পটাশপুর  রাস্তায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি করল তৃণমূল কংগ্রেসে। কৃষক ইউনিয়নের নেতা-কর্মী-সমর্থকরা এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন। এই প্রতিবাদী মিছিলে নেতৃত্ব দেন পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক,  পটাশপুর ১ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিজুসকান্তি পন্ডা, দলের ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক হরিপদ দাসমহাপাত্র, সহ-সভাপতি বিনয় পট্টনায়ক, গোকুলপুর অঞ্চল তৃণমূলের অমলকৃষ্ণ মাইতি ও নৈপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি উৎপল কর, নৈপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান কালীপ্রসাদ রথ-সহ একাধিক নেতৃত্ব। তাদের এই কর্মসূচির লাগাতার চালিয়ে যাবেন বলে জানিয়েছেন কৃষক থেকে নেতা-কর্মী-সমর্থকরা।

No comments