Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদি নদীর তীরে গাছ লাগিয়ে পরিবেশকে সুন্দর রাখার বার্তা দিলেন অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা এন পান্ডে

হলদি নদীর তীরে গাছ লাগিয়ে পরিবেশকে সুন্দর রাখার বার্তা দিলেন অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা এন পান্ডে

শিল্পনগরী হলদিয়ার হলদি নদী তীরে নদীর পাড় পরিষ্কার, বৃক্ষরোপণ,পরিবেশ সুরক্ষায় সঙ্গীত পরিবেশন ইত্যাদি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয…

 


হলদি নদীর তীরে গাছ লাগিয়ে পরিবেশকে সুন্দর রাখার বার্তা দিলেন অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা এন পান্ডে



শিল্পনগরী হলদিয়ার হলদি নদী তীরে নদীর পাড় পরিষ্কার, বৃক্ষরোপণ,পরিবেশ সুরক্ষায় সঙ্গীত পরিবেশন ইত্যাদি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়।


পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা এন পান্ডে গাছ লাগিয়ে এই কর্মসূচির সূচনা করেন।এনসিসি'র তমলুক শাখা,স্বেচ্ছাসেবী সংস্থা সবুজের অভিযানের সদস্য সদস্যরা ছাড়াও রাজ্য পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট ম্যানেজমেন্টের কর্মীরা এই স্বচ্ছতা অভিযানে অংশ নেন।শ্রীমতি পান্ডে পরিবেশ সুরক্ষায় নদীর পাড়ে ব্যবহৃত প্লাস্টিক বা খাবারের প্যাকেট একটি নির্দিষ্ট স্থানে ফেলার আবেদন জানান। তিনি আজ এক শিশুর হাত দিয়ে বৃক্ষরোপণ করলেন তিনি বললেন এই শিশুটি যত বড় হবে সেই সঙ্গে গাছ বড় হবে, এই গাছটি যখন বড় হবে এই শিশুটি যখন জানতে পারবে তখন খুব খুব আনন্দিত পাবে। তাই আসুন নতুন ভবিষ্যতের জন্য আমরা নতুন করে সবুজায়ন করি। সংগীতের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় গাছ লাগানোর আবেদন জানান স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশকর্মী তাপস জানা , শান্তনু নায়েক,মহাদেব মণ্ডল , রিম্পা  সামন্ত  , সংগীত শিল্পী- শুভশ্রী নায়েক ,বাউল শিল্পী চন্দ্রকান্ত দাস , শিক্ষক - সুব্রত প্রধান , এবং দেবনাথ পাল ,অনুপ কুমার মন্ডল  ,বংশী রানা প্রমূখ।

No comments