বিশ্ব পরিবেশ দিবসে গাছের গা থেকে পেরক তুলে গাছ বাঁচানোর আর্জি যুবকের "সবুজ বাঁচাও,পৃথিবী সাজাও" এই স্লোগান কে সামনে রেখে বহু পূর্ণবয়স্ক গাছকে পেরক মুক্ত করা হল হলদিয়ায়।বিশ্ব পরিবেশ দিবসে সবাই যখন গাছ লাগাতে ব্যস্ত তখ…
বিশ্ব পরিবেশ দিবসে গাছের গা থেকে পেরক তুলে গাছ বাঁচানোর আর্জি যুবকের
"সবুজ বাঁচাও,পৃথিবী সাজাও" এই স্লোগান কে সামনে রেখে বহু পূর্ণবয়স্ক গাছকে পেরক মুক্ত করা হল হলদিয়ায়।
বিশ্ব পরিবেশ দিবসে সবাই যখন গাছ লাগাতে ব্যস্ত তখন গাছের গা থেকে বিজ্ঞাপন সরিয়ে পেরক তুলে গাছেদের নতুন করে বাঁচার সুযোগ করে দিলেন বছর আঠাশের এক যুবক।হলদিয়া ব্লকের বজ্রলালচকের বাসিন্দা নিরঞ্জন মাজী,বজ্রলালচক থেকে চৈতন্যপুর পর্যন্ত ৭ কিলোমিটার রাস্তার ধারে একের পর এক গাছ থেকে বিজ্ঞাপন সরিয়ে সাঁড়াশি দিয়ে পেরক তুললেন।প্রায় ২০০ পিস বিভিন্ন আকারের পেরক জমা হয়েছে তার কাছে।
নিরঞ্জন পেশায় গ্ৰাম পঞ্চায়েত অফিসের কর্মী,হলদিয়ার পরিবেশ আন্দোলনের সঙ্গে দীর্ঘ দিন যুক্ত।রবিবার পরিবেশ দিবস উপলক্ষে হলদিয়ার একাধিক সংগঠন বিভিন্ন জায়গায় গাছ রোপন করেছে।নিরঞ্জন সেই গাছ গুলি সারাবছর পরিচর্যা করতে অনুরোধ করার পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় গাছের গা থেকে পেরক তুলতে বলেছেন।
হলদিয়ার পরিবেশকর্মী রামপ্রসাদ দাস বলেন আমরা দু'বছর আগে হলদিয়ার দূর্গাচক এলাকায় বিভিন্ন গাছ থেকে পেরক তুলে ছিলাম।এবিষয়ে ছোট,বড় ব্যবসায়ী কে সচেতন হতে হবে।গাছে বিজ্ঞাপন লাগানো হোক,কিন্তু পেরকের বদলে দড়ি বা তার দিয়ে বাঁধলে গাছের বৃদ্ধি ও আয়ু দুটোই বাড়ে।হলদিয়ার পরাণচক হাইস্কুলের প্রধান শিক্ষক প্রাণনাথ শেঠ বলেন শুধু বিজ্ঞাপন নয়,দলীয় পতাকাও গাছে বাঁধার সময় পেরক ব্যবহার করা হয়। একাধিকবার প্রশাসন কে জানিয়েও কাজ হয়নি।একদিন গাছ লাগিয়ে দিলেই হয় না,সারাবছর ধরে সেই গাছের পরিচর্যা করতে হয়,তবেই গাছটা বাঁচানো যায়।হলদিয়ায় বিভিন্ন সংগঠন গাছ লাগায় কিন্তু পরিচর্যার অভাবে বহু গাছ নষ্ট হয়ে যায়।সে বিষয়ে সকলকে সর্তক থাকতে হবে।নিরঞ্জনের এমন উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় এলাকাবাসী।তার কথায় ইদানিং অনেকেই গাছ লাগাচ্ছেন।এটা যেমন ভালো দিক,তেমন গাছ বাঁচাতে সকলকে উৎসাহ দেখাতে হবে।
No comments