Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রয়াত হলেন ,মহিষাদল রাজ কলেজের অবসরপ্রাপ্ত হেডক্লার্ক তটিনী চক্রবর্তী

প্রয়াত হলেন ,মহিষাদল রাজ কলেজের অবসরপ্রাপ্ত হেডক্লার্ক তটিনী চক্রবর্তী 
মহিষাদল রাজ কলেজের অবসরপ্রাপ্ত হেডক্লার্ক তটিনী চক্রবর্তী (৮৮ ) র আজ সকালে নিজের বাড়িতে প্রয়াত হন। বয়স জনিত কারণে উনার এই মৃত্যু বলে স্থানীয় সূত্রে জানা …



প্রয়াত হলেন ,মহিষাদল রাজ কলেজের অবসরপ্রাপ্ত হেডক্লার্ক তটিনী চক্রবর্তী 


মহিষাদল রাজ কলেজের অবসরপ্রাপ্ত হেডক্লার্ক তটিনী চক্রবর্তী (৮৮ ) র আজ সকালে নিজের বাড়িতে প্রয়াত হন। বয়স জনিত কারণে উনার এই মৃত্যু বলে স্থানীয় সূত্রে জানা যায় । তটিনী বাবুর মৃত্যুর সংবাদ শুনে  এলাকার বিধায়ক তথা মহিষাদল রাজ কলেজের গভর্নিং বডির সভাপতি তিলক কুমার চক্রবর্তী বাড়িতে দেখতে চান। তিলক বাবুর নিজের কাকু তটিনী বাবু  বলে জানা গিয়েছে।তিনি রাজ কলেজে দীর্ঘদিন ধরে সুনামের সহিত  অফিসের দায়িত্ব পালন করে গিয়েছেন । বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ড : অসীম কুমার বেরা ।উনার বড় ছেলে বর্তমান মহিষাদল ব্লকের কিসমৎ নাইকুন্ডি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবব্রত চক্রবর্তী । ছোট ছেলে প্রয়াত শুভব্রত চক্রবর্তী রাজ্যের বিরোধী দলনেতা ( বিজেপির) শুভেন্দু অধিকারী র দেহরক্ষী ছিলেন । শুভব্রত নিজের সার্ভিস রাইফেলের গুলিতে মারা গিয়েছিল। এমনটাই বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গিয়েছিল । কিন্তু কি কারনে ছোট ছেলের মৃত্যু হল ? বৃদ্ধ বাবা তা জেনে যেতে পারলেন না । পুত্র শোকে বৃদ্ধ বাবা একেবারেই ভেঙে পড়েছিল। পুত্রহারা বাবা একরাশ দুঃখ কষ্ট নিয়ে আজ পৃথিবী ছেড়ে চলে গেলেন ইহলোকে ।মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করার জন্য রাজ্যের C.I .D র একটি তদন্তকারী দল কয়েক মাস আগে উনাদের বাড়িতে এসেছিলেন।

No comments