Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সমুদ্র সৈকতে প্লাস্টিক দূষণ রোধের বার্তা দিতে পথনাটক কলেজ পড়ুয়াদের

সমুদ্র সৈকতে প্লাস্টিক দূষণ রোধের বার্তা দিতে পথনাটক কলেজ পড়ুয়াদের
প্রদীপ মাইতি-দীঘা, পূর্ব মেদিনীপুর- ক্যারিব্যাগের ব্যবহারে বন্ধে কঠোর হচ্ছে প্রশাসন। সচেতন হতে হবে মানুষকেও।  দীর্ঘদিন আগে থেকে ক্যারিব্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি…

 


সমুদ্র সৈকতে প্লাস্টিক দূষণ রোধের বার্তা দিতে পথনাটক কলেজ পড়ুয়াদের


প্রদীপ মাইতি-দীঘা, পূর্ব মেদিনীপুর- ক্যারিব্যাগের ব্যবহারে বন্ধে কঠোর হচ্ছে প্রশাসন। সচেতন হতে হবে মানুষকেও।  দীর্ঘদিন আগে থেকে ক্যারিব্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি হলেও এখনও অপরিবর্তিত রয়েছে প্লস্টিক ব্যবহারের চিত্র। মাঝে মধ্যে ধরপাকড় হয় ঠিকই কিন্তু তাতেও অবাধে ব্যবহার চলছে। পূর্ব মেদিনীপুরের প্রায় সর্বত্রই চলছে প্লাস্টিকের ব্যবহার। যার প্রভাব পড়ছে পরিবেশের ওপর। তাই প্লাস্টিক বর্জনের বার্তা দিতে দিঘায় সচেতনতা প্রচার চালাল এগরা সারদা শশীভূষণ কলেজের নাটক ও নাট্যচর্যা বিভাগের একদল পড়ুয়া। পথনাটক পরিবেশ করেন তাঁরা। তুলে ধরেন প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর দিক। এছাড়া সমুদ্রস্নানে দুর্ঘটনা রুখতে মত্ত হয়ে স্নানে নামাতে বারণ করা হয় পর্যটকদের। বৃহস্পতিবার দীঘা ও উদয়পুর লাগোয়া সৈকতের এই কর্মসূচির পরিচালনা করেন এগরা কলেজের নাটক ও নাট্যচর্চা বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক মলয় বারিক। এছাড়া উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য অধ্যাপক ও শিক্ষাকর্মীবৃন্দ। কলেজের অধ্যক্ষ ডঃ দীপক কুমার তামিলী জানান, পরিবেশকে দূষন মুক্ত করতে প্রকৃতিকে বাঁচাতে নাটক বিভাগের এই উদ্দোগ সফল হবে। আমাদের ছাত্রছাত্রীরা তার অংশীদার।

No comments