Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়ার রাতুলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে পালিত হল হুল দিবস

পাঁশকুড়ার রাতুলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে পালিত হল হুল দিবস
 অনগ্রসর সম্প্রদায় কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগ এবং পাঁশকুড়া ১ পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে পাঁশকুড়ার রাতুলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে আজ পালিত হল হুল দিবস, …

 


পাঁশকুড়ার রাতুলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে পালিত হল হুল দিবস


 অনগ্রসর সম্প্রদায় কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগ এবং পাঁশকুড়া ১ পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে পাঁশকুড়ার রাতুলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে আজ পালিত হল হুল দিবস, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে হুল উৎসবের সূচনা হয়, হুল দিবসের উদ্বোধন করেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র, উপস্থিত মৎসমন্ত্রী অখিল গিরি, পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবি, পাঁশকুড়া ১ পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মালিক, অতিরিক্ত জেলাশাসক দিব্যামুরুগেশন, এলাকার BDO ,জয়েন্ট BDO সহ এলাকার নেতৃত্ব সহ বিশিষ্ট

ব্যক্তিবর্গরা। পাঁশকুড়ার হুল দিবস উদযাপনের এসে রাজ্যের মৎস মন্ত্রী অখিল গিরি রোজভ্যালি প্রসঙ্গে বলেন কয়েকদিন আগে হাই কোর্টে দাঁড়িয়ে স্বীকার করেছেন রোজ ভ্যালি কাণ্ডে সুদীপ্ত সেন বারে বারে বিভিন্ন ভাবে শুভেন্দু অধিকারী কে টাকা দিয়েছেন। চিটফান্ড কাণ্ডে শুভেন্দু অধিকারীকে সিবিআই ডেকেছিল কিন্তু বিজেপিতে চলে যাওয়ায় সিবিআই পরবর্তী কালে আর তাকে ডাকে না, এর থেকে প্রমাণ হয় যে সিবিআই নিরপেক্ষ ভাবে কাজ করছে না। উল্টে তৃণমুলকেই বারেবারে ডেকে হয়রানি করছে। তাই শুভেন্দু অধিকারী কে শিখায় ডাকুক এবং সঠিক তদন্ত করুন আমরা বিচার ব্যবস্থার উপর আস্থা রাখি, বললেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি। তবে অন্য দিকে সুমিতা হেমরম একশ টাকার অভিযোগ তুললেন সরকারি প্রশাসনিকদের বিরুদ্ধে তিনি বলেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এস টি দের জন্য বয়স্ক ভাতা পেতে কিছু লাগবে না, কিন্তু  আদিবাসীদের ক্ষেত্রে এস টি কার্ড না থাকলে, এস টি সার্টিফিকেট না থাকলে, যে কোন ধরনের প্রমাণ পত্র না থাকলে বয়স্ক ভাতা পেতে হয়রানি পেতে হচ্ছে, আমরা এক প্রকার বঞ্চিত হচ্ছি।

No comments