দীর্ঘ দুই মাস গরমের ছুটির পর খুলল স্কুলের দরজা
দীর্ঘ দুই মাস গরমের ছুটির পর সোমবার থেকে খুললো রাজ্যের সব স্কুল।গত শুক্রবার কোভিড বিধি মেনে স্কুল খোলার নির্দেশিকা জারি করেছিল স্কুল শিক্ষা দপ্তর।সেই নির্দেশ মতো সোমবার হলদিয়ার পৌর ও…
দীর্ঘ দুই মাস গরমের ছুটির পর খুলল স্কুলের দরজা
দীর্ঘ দুই মাস গরমের ছুটির পর সোমবার থেকে খুললো রাজ্যের সব স্কুল।গত শুক্রবার কোভিড বিধি মেনে স্কুল খোলার নির্দেশিকা জারি করেছিল স্কুল শিক্ষা দপ্তর।সেই নির্দেশ মতো সোমবার হলদিয়ার পৌর ও ব্লক এলাকায় বিভিন্ন প্রাথমিক এবং হাইস্কুলে স্বাভাবিক পঠন-পাঠন শুরু হলো।
হলদিয়ার দেভোগ অঞ্চলের মনোহরপুর হাইস্কুলে সোমবার পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো।
আগামীকাল মঙ্গলবার থেকে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রথম পর্যায়ের পরীক্ষা হবে জানালেন প্রধান শিক্ষক পরেশ চন্দ্র দাস।প্রায় দুই মাস পর স্কুলে এসে খুশি পড়ুয়ারা।
No comments