বৃষ্টির মাঝে নির্মীয়মান বাড়ি থেকে বেরালো বৃহৎ আকৃতির বিষধর চন্দ্রবড়া সাপ, যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মহিষাদলে
মহিষাদলঃ সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। আর সেই বৃষ্টির মাঝে নির্মীয়মান বাড়ি থেকে বেরালো একটি বৃহত আকৃতির বিষধর চন্দ্র…
বৃষ্টির মাঝে নির্মীয়মান বাড়ি থেকে বেরালো বৃহৎ আকৃতির বিষধর চন্দ্রবড়া সাপ, যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মহিষাদলে
মহিষাদলঃ সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। আর সেই বৃষ্টির মাঝে নির্মীয়মান বাড়ি থেকে বেরালো একটি বৃহত আকৃতির বিষধর চন্দ্রবড়া সাপ। মহিষাদলের ঘাগরা গ্রামের বাসিন্দা নারায়ন মাইতি একটি বাড়ি নির্মান করছেন। তারজন্য বাড়ির সামনে বালি, চিপস সহ বাড়ি নির্মানের অন্যান্য সামগ্রি মজুত রয়েছে। সেই মজুত থাকা জিনিস পথের মাঝখান থেকে প্রায় ছ' ফুট লম্বা একটি বিষধর চন্দবড়া সাপ বের হয়। বাড়ীর লোক দেখতে পায়। সাপটিকে উদ্ধারের জন্য বন বিভাগকে খবর দেওয়া হয়েছে। এত বড় বিষধর সাপ দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
No comments