Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খুনের দায়ে জাবজ্জীবন জেল

৯বছর আগে দুর্গাচক থানার ঝিকুরখালিতে জমি বিবাদ সংক্রান্ত একটি খুনের মামলায় কিঙ্কর মণ্ডল এক ব্যক্তিকে শুক্রবার দোষী সাব্যস্ত করল হলদিয়া মহকুমা আদালত। এদিন হলদিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অঞ্জনকুমার সরকার এই রায় দেন। শনিবার ও…

 





 ৯বছর আগে দুর্গাচক থানার ঝিকুরখালিতে জমি বিবাদ সংক্রান্ত একটি খুনের মামলায় কিঙ্কর মণ্ডল এক ব্যক্তিকে শুক্রবার দোষী সাব্যস্ত করল হলদিয়া মহকুমা আদালত। এদিন হলদিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অঞ্জনকুমার সরকার এই রায় দেন। শনিবার ওই মামলায় সাজা ঘোষণা করবে আদালত। জানা গিয়েছে, ২০১৩সালের ২৭মার্চ ঝিকুরখালিতে শ্রীহরি মণ্ডল নামে এক ব্যক্তি খুন হন। তিনি হলদিয়ার কারখানা শ্রমিক ছিলেন। জমি সংক্রান্ত বিবাদ নিয়ে দীর্ঘদিন ধরে ওই ব্যক্তির পরিবারের সঙ্গে প্রতিবেশীদের ঝামেলা চলছিল। ওইদিন বিকেলে নাতিকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য ঝিকুরখালি মোড়ে ভ্যানরিক্সা ডাকতে গিয়েছিলেন। অভিযোগ, ভ্যানরিক্সার জন্য তিনি যখন স্থানীয় গঙ্গা মন্দিরের কাছে দোকানে অপেক্ষা করছিলেন সেইসময় দুষ্কৃতীরা শ্রীহরিবাবুকে জোর করে তুলে নিয়ে যায়। একটি ঘরের মধ্যে তাঁকে নৃশংসভাবে মারধর করে। তাঁর বাম পা ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হয়, অন্য পা ভেঙে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় শ্রীহরিবাবুকে রাস্তায় ফেলে দিয়ে যায় দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। হলদিয়া আদালতের সরকারি আইনজীবী দিলীপকুমার শী বলেন, শ্রীহরি মণ্ডল খুনের মামলায় ১১নামে নামে অভিযোগ দায়ের হয়েছিল দুর্গাচক থানায়। ইতিমধ্যেই ২০১৭সালে ওই মামলায় অভিযুক্ত ৬জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। মূল অভিযুক্ত কিঙ্কর মণ্ডল দীর্ঘদিন পলাতক ছিল। ২০১৮সালে তাকে গ্রেপ্তার করে পুলিস।

আজ  kinkar Mandal কে LD A.D..J. Haldia আদালত  মাননীয় অঞ্জন সরকার  খুনের  দায়ে  জাবজ্জীবন  জেল,ও ৫০০০/ টাকা জরিমানা কয়েন ,অনাদায়ে আরো এক বৎসর সাজা দেন। জানালেন  সরকারি আইনজীবী দীলিপ কুমার শী


No comments