Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাজলা শীতলা মন্দির কমিটির অায়োজনে ৫ দিন ব্যাপী পূজার্চনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন

কাজলা শীতলা মন্দির কমিটির অায়োজনে ৫ দিন ব্যাপী পূজার্চনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেনদেশপ্রাণ ব্লকের কাজলা শীতলা মন্দির কমিটির অায়োজনে ৫ দিন ব্যাপী পূজার্চনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপ…

 



কাজলা শীতলা মন্দির কমিটির অায়োজনে ৫ দিন ব্যাপী পূজার্চনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন

দেশপ্রাণ ব্লকের কাজলা শীতলা মন্দির কমিটির অায়োজনে ৫ দিন ব্যাপী পূজার্চনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রাপালা,বস্ত্রদান ও অন্নভোগ বিতরণ কর্মসূচি র তৃতীয় দিনে প্রায় ৪ হাজার জনকে অন্নভোগ বিতরণ অনুষ্ঠানের শুভসূচনা করেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য সেক বক্তিয়ার উদ্দিন, দীপু খাঁন, বিভাস দত্ত,কমিটির সভাপতি জওহরলাল গায়েন,সম্পাদক অানন্দ দাস, সুবল ভূঞ্যা,শিবশঙ্কর ভূঞ্যা,বিমল দাস,জাহির খাঁন প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন বাংলার সংস্কৃতি হলো সহমর্মিতা, সহযোগিতা ও সমন্বয় সাধনের মর্মকথা। তাই তো ঈদ-উল-ফিতর ও শীতলা পূজার অনুষ্ঠানে সব ধর্মের মানুষের মিলিতভাবে পালন করেন বলে জানান প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন। ধর্মনিরপেক্ষতার অাদর্শকে মজবুত করাই অামাদের মহান দায়িত্ব ও কর্তব্য বলে অভিমত প্রকাশ করেন মামুদ হোসেন।

No comments