Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রামনগরের 'অভিনব প্রয়াস ওয়েলফেয়ার ট্রাস্ট' উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষদের বস্ত্র বিতরণ

রামনগরের 'অভিনব প্রয়াস ওয়েলফেয়ার ট্রাস্ট' উদ্যোগে  পবিত্র ঈদ উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষদের বস্ত্র বিতরণ 
 কথায় বলে "ধর্ম যার যার,উৎসব সবার"। এই আদর্শের উপরে দাঁড়িয়েই পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের &#…

 


রামনগরের 'অভিনব প্রয়াস ওয়েলফেয়ার ট্রাস্ট' উদ্যোগে  পবিত্র ঈদ উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষদের বস্ত্র বিতরণ 


 কথায় বলে "ধর্ম যার যার,উৎসব সবার"। এই আদর্শের উপরে দাঁড়িয়েই পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের 'অভিনব প্রয়াস ওয়েলফেয়ার ট্রাস্ট' নামক একটি সেচ্ছাসেবী সংগঠন পবিত্র ঈদ উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষদের বস্ত্র বিতরণ করল। প্রথমে সংস্থার  তরফে রামনগরের বাগপুরা গ্ৰামে সমীক্ষা করা হয়। এরপর ঈদের দিন গ্ৰামে বাড়ি বাড়ি ঘুরে প্রত্যেকের হাতে ঈদের উপহার তুলে দেন সংস্থার সদস্যরা। মূলত মুসলিম বৃদ্ধ-বৃদ্ধা,স্বামীহারা,সহায় সম্বলহীন ও বিশেষ ভাবে সক্ষম ব্যাক্তিদেরকে সমীক্ষায় অগ্ৰাধিকার দেওয়া হয়েছে।এই সংস্থা কেবল ঈদ নয় , দূর্গাপূজার সময়েও 'পূজোর নতুন জামা' বিতরণ করে থাকে প্রত্যেক বছর। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি, সম্পাদকসহ অন্যান্য সদস্যরা। এই কর্মসূচি সম্পর্কে সম্পাদক মহাশয় বলেন, " আমরা সমাজের সেবক। সমাজ ও মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। বর্তমান সমাজে ধর্মীয় বিভেদ ভুলে সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় আমাদের এই সামান্যতম প্রয়াস।আমরা মানুষের পাশে থাকতে পেরে গর্বিত।"  বর্তমান সমাজে সাম্প্রদায়িক বিষবাস্পকে প্রত্যাখান করে সংস্থার এহেন উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন গ্ৰামবাসীরা।

No comments