Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আন্তর্জাতিক নার্স দিবসে শুভেচ্ছা জানালেন- প্রদিপ

আন্তর্জাতিক নার্স দিবসে শুভেচ্ছা জানালেন- প্রদিপ

আন্তর্জাতিক ধাত্রী দিবস বা নার্স দিবস সমগ্র বিশ্বের প্রতি বছর ১২ মে পালিত হয়।
১৮২০ সালে ১২ মে তারিখে আধুনিক নার্সিং পরিষেবা মার্গদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেল  এর জন্ম ।
এই দিবস পালনের…

 



আন্তর্জাতিক নার্স দিবসে শুভেচ্ছা জানালেন- প্রদিপ



আন্তর্জাতিক ধাত্রী দিবস বা নার্স দিবস সমগ্র বিশ্বের প্রতি বছর ১২ মে পালিত হয়।


১৮২০ সালে ১২ মে তারিখে আধুনিক নার্সিং পরিষেবা মার্গদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেল  এর জন্ম ।


এই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছিলেন নার্সিং একটি পেশা নয় সেবা।

 বিজ্ঞান-


নার্সদের কঠিন পরিশ্রম তাদের সেবা ছাড়া কোনো রোগী সুস্থ হয়ে ওঠা কঠিন। আজ সেই মানুষদের শ্রদ্ধা জানানোর দিন আজ ১২ ই মে বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস। সকল সেবিকাদের পরিশ্রমকে শ্রদ্ধা জানাতে নির্দিষ্ট করা হয়েছে আজকের এই দিনটি। নাইটিঙ্গেল এর আজকের দিনে জন্ম হয়েছিল। তিনি ছিলেন আধুনিক নার্সিং এর প্রতিষ্ঠাতা।

জানা যায় ১৯৬৫ সালের প্রথম আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয় এদিন। সমাজ সংস্কারক পরিসংখ্যা এবং আধুনিক নার্সিং এর প্রতিষ্ঠাতার জন্মদিন তার জন্মদিন কেই নির্দিষ্ট করা হয়েছে নার্সিং দিবস হিসেবে। প্রতি বছর এই দিনটি একটি চিহ্নিত হয় এবছরের থিম-নাসের্স- আ ভয়েস টু লিড   ইনভেস্ট ইন নার্সিং অ্যান্ড রেসপেক্ট রাইট টু সিকিওর গ্লোবাল হেলথ"।১৮২০ সাল ১২ মে ইতালির অভিজাত পরিবারের জন্মহয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল । তার জন্মদিন টিকে ইন্টারন্যাশনাল নার্সেস ডে হিসেবে পালন করা হয়।

প্রতিবছর এই দিনটিকে নার্স বা সেবিকা দিবস হিসেবে পালন করেন। সারা রাজ্যে ভারতীয় মজদুর সংঘ কলকাতা হলদিয়া পোর্ট সাধারণ সম্পাদক এবং ভারতীয় মজদুর সংঘ বিএমএস রাজ্য সহ-সভাপতি, ভারতীয় ডক বন্দর মহা সংঘের সর্বভারতীয় সভাপতি প্রদীপ  বিজলী উদ্যোগে। হলদিয়া পোর্ট হাসপাতালের ডাক্তার এবং নার্সদের ফুলের তোড়া মিষ্টান্ন দিয়ে তাদের সমর্থিত করা হয়়। প্রদীপ বাবু বলেন যারা কোভিডের  সময় একমাত্র আমাদের পাশে ছিলেন ডাক্তার ও নার্স। তাদেরকে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত বন্দরের কর্মী হিসেবে । প্রতিবছর আমি ব্যক্তিগত উদ্যোগে এই দিনটিতে নার্সদের সম্মানিত করতাম। আজকে আমাদের ভারতীয় মজদুর সংঘের সংগঠনের তরফ থেকে সম্বর্ধিত করা হল। উপস্থিত ছিলেন কলকাতা হলদিয়া ভারতীয় মজদুর সংঘের ডেপুটি জেনারেল সেক্রেটারি কানাইলাল মান্ডি, রাম নায়ন বেরা,মনীদিপ সরকার, পঙ্কজ জানা ,অন্যান্য নেতৃত্ববর্গ।

No comments