Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিশ্ব নার্সডে পালিত হয় হলদিয়া মেডিকেল কলেজে

বিশ্ব নার্সডে পালিত হয়  হলদিয়া মেডিকেল কলেজেআন্তর্জাতিক ধাত্রী দিবস বা নার্স দিবস পালিত হলদিয়া ডাঃ বিধানচন্দ্র রায় হাসপাতালেপূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া বন বিষ্ণুপুর ডাঃ বিধান চন্দ্র রায় হাসপাতালেপ্রসঙ্গত,১৮২০ সাল ১২ মে ইতাল…

 




বিশ্ব নার্সডে পালিত হয়  হলদিয়া মেডিকেল কলেজে

আন্তর্জাতিক ধাত্রী দিবস বা নার্স দিবস পালিত হলদিয়া ডাঃ বিধানচন্দ্র রায় হাসপাতালে

পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া বন বিষ্ণুপুর ডাঃ বিধান চন্দ্র রায় হাসপাতালে

প্রসঙ্গত,১৮২০ সাল ১২ মে ইতালির অভিজাত পরিবারের জন্মহয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল । তার জন্মদিন টিকে ইন্টারন্যাশনাল নার্সেস ডে হিসেবে পালন করা হয়।

প্রতিবছর এই দিনটিকে নার্স বা সেবিকা দিবস হিসেবে পালিত হয়। আন্তর্জাতিক নার্সেস ডে হিসেবে পালিত হল হলদিয়া বিধানচন্দ্র রায় হাসপাতালে। নিত্য গান ও কবিতা অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতালে নার্সরা আজকের হলদিয়া নার্সিং কলেজের পড়ুয়া একত্রিত হয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালন করেন। 

বিজ্ঞান-


ICARE ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ, অন্তর্গত ডঃ বিধান চন্দ্র রায় হাসপাতালে আন্তর্জাতিক নার্সেস ডে তে উপস্থিত ছিলেন

 অধ্যাপক (ড.) বিধান রায় মেডিকেল সুপারিনটেনডেন্ট-এবং-ভাইস-প্রিন্সিপাল

 অধ্যাপক (ড.) অমিতা মজুমদার গিরি, ড, অপলা লাহিড়ী, ডাইরেক্টর সুদীপ্ত শেঠ, শ্রীমতি স্পশিতা পন্ডা শেঠ  প্রমুখ। শ্রীমতি পন্ডা  বলেন নার্স কেবলমাত্র মহিলা কেন?   পুরুষ হবে নাকেন? দক্ষিণ ভারতের  দেখতে পাই পুরুষ এবং মহিলাদের। পুরুষদের সেবা যদি মহিলা নার্স করতে পারে। তাহলে পুরুষ নার্স কেন মহিলাদের সেবা করতে পারবে না ? আমাদের লিঙ্গ বৈষম্য তুলে দিয়ে ছেলে এবং মহিলা উভয় নার্সদের এগিয়ে আসতে হবে সমাজের সেবা করার জন্য। ডাক্তারবাবুরা বড় অপারেশন করলে ডাক্তারবাবুদের নাম হয় । কিন্তু ডাক্তারবাবুদের অপারেশন থিয়েটারে সব রকমের সহযোগিতা করেন। নার্স দের নাম হয়না, তাই ডাক্তার বাবু ছাড়া যেমন  চলতে পারেনা নার্স, নার্স  ছাড়া ডাক্তারবাবু চলতে পারে না । এটাই সমাজের মূল কথা ।আমাদের সকল নার্স ও ডাক্তার বাবুদের  মনে রাখতে হবে।

No comments