২৮ মে অভিষেক ব্যানার্জীর সমাবেশ প্রস্তুতি মাঠ পরিদর্শনে মন্ত্রীখুঁটি পুজোর মধ্যদিয়ে হলদিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রমিক সমাবেশের মঞ্চ গড়ার কাজের সূচনা করলেন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র শ্রমিক অসন্তোষ দূর করতে এবং বাংলায় শিল্…
২৮ মে অভিষেক ব্যানার্জীর সমাবেশ প্রস্তুতি মাঠ পরিদর্শনে মন্ত্রী
খুঁটি পুজোর মধ্যদিয়ে হলদিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রমিক সমাবেশের মঞ্চ গড়ার কাজের সূচনা করলেন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র
শ্রমিক অসন্তোষ দূর করতে এবং বাংলায় শিল্পের বিকাশ ঘটাতে তৎপর রাজ্য সরকার। শিল্পের বিকাশ ঘটানোর লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহন করে চলেছে তৃণমূল সরকার। আগামী ২৮ মে শিল্পশহর হলদিয়ার রানিচকে সতীশ সমন্ত ট্রেড সেন্টারে এক ঐতিহাসিক শ্রমিক সমাবেশের ডাক দেওয়া হয়ছে। সেই সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।এছাড়াও রাজ্যের মন্ত্রী,বিধায়ক ও শ্রমিক সংগঠনের নেতৃত্বরা উপস্থিত থাকবেন।
বুধবার সকালে খুঁটি পুজোর মধ্যদিয়ে সমাবেশের মঞ্চ নির্মাণের কাজ শুরু করেন রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুকুমার দে, তমলুক সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি তুষার কান্তি মন্ডল,তমলুক সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি শিবনাথ সরকার,হলদিয়া পুরসভার চেয়ারম্যান সুধাংশু সেখর মন্ডল, পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যান নন্দ মিশ্র সহ অন্যান্যরা।
এদিন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র বলেন, আগামী ২৭ মে ও ২৮ মে দুদিন হলদিয়ায় বৈঠক ও সমাবেশ করতে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।সভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে তাই আমরা এখন থেকে মঞ্চ সহ অন্যান্য কাজের শুভ সূচনা করলাম। আগামী ২৭ মে শ্রমিক নেতৃত্বদের নিয়ে হলদিয়ার কুমার চন্দ্র জানা অডিটোরিয়াম বৈঠক এবং ২৮ মে দুপুর ১ টায় হলদিয়ার সিটি সেন্টার লাগোয়া রানিচক সতীশ সামন্ত ট্রেড সেন্টার ময়দানে প্রকাশ্য সমাবেশ করবেন। এদিনের সভায় যাতে কোনও রকমের সমস্যা না হয় তার জন্য এখন থেকে আমরা সভার প্রস্তুতি শুরু করে দিয়েছি।

No comments