Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এগরা ২ ব্লকের দুবদায় সর্ববৃহৎ স্থায়ী দুর্গামাতার মন্দিরের উদ্বোধনে - বিধায়ক

এগরা ২ ব্লকের দুবদায় সর্ববৃহৎ স্থায়ী  দুর্গামাতার মন্দিরের উদ্বোধনে - বিধায়কপ্রদীপ কুমার মাইতি-এগরা- সর্বপ্রথম পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের দুবদায় সর্ববৃহৎ স্থায়ী  দুর্গামাতার মন্দিরের উদ্বোধন করা হয়। এ দিন দুবদায় ফিতা কে…

 


এগরা ২ ব্লকের দুবদায় সর্ববৃহৎ স্থায়ী  দুর্গামাতার মন্দিরের উদ্বোধনে - বিধায়ক

প্রদীপ কুমার মাইতি-এগরা- সর্বপ্রথম পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের দুবদায় সর্ববৃহৎ স্থায়ী  দুর্গামাতার মন্দিরের উদ্বোধন করা হয়। এ দিন দুবদায় ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দুর্গা মন্দিরের আনুষ্ঠানিকভাবে দ্বারোদঘাটন করেন এগরার বিধায়ক তথা শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি। দুবদা যুবগোষ্ঠীর উদ্যোগে এই আয়োজন। সংস্থার প্রধান পৃষ্ঠোপষোক রাজকুমার দুয়ারী জানিয়েছেন, প্রায় দশ বছর ধরে দুর্গা মন্দির নির্মিত হয়েছে। গ্রামবাসীদের সাহায্য ও সহযোগিতার মাধ্যমে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে স্থায়ী দুর্গা মন্দিরের উদ্বোধন করা হয়। মন্দিরের পাশাপাশি আমরা সারাবছর নানা সামাজিক কর্মসূচির সঙ্গে যুক্ত থাকি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মায়াপুর নবদ্বীপ এর মহারাজ গোবিন্দ মহারাজ, এগরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধান, এগরা ২ ব্লকের কর্মাধ্যক্ষ আরতি মুন্ডা, দুবদা গ্রাম পঞ্চায়েতের প্রধান রাধারাণী বর, বিশিষ্ট সমাজসেবী খগেন্দ্রনাথ দুয়ারী, বিশিষ্ট শিক্ষক তপন প্রধান, আয়োজক সংস্থার সম্পাদক নন্দন দুয়ারী, সভাপতি গৌরহরি জানা ও কার্যকরী সভাপতি রামকৃষ্ণ নন্দী প্রমুখ।

No comments