ভালোবাসা: সবুজ ভোর-নিমাই মাইতি
এতদিন যত নারীর ছায়া মাড়িয়েছি আজ আমি শুদ্ধজলে ডুবে তোমার কাছে উঠে এলাম। পবিত্র শিশিরের মতো তুলে রাখব আজীবন ভোর, ধানমাঠের মতো ভালোবাসা সবুজ হবে আমাদের মাটির বুকে।
বাঁশপাতা ফেলবে না ছায়া যত তার আক্রোশ হোক।
আমি হ…
ভালোবাসা: সবুজ ভোর-নিমাই মাইতি
এতদিন যত নারীর ছায়া মাড়িয়েছি
আজ আমি শুদ্ধজলে ডুবে
তোমার কাছে উঠে এলাম।
পবিত্র শিশিরের মতো তুলে রাখব
আজীবন ভোর,
ধানমাঠের মতো ভালোবাসা সবুজ হবে
আমাদের মাটির বুকে।
বাঁশপাতা ফেলবে না ছায়া
যত তার আক্রোশ হোক।
আমি হিমপড়া সময় নিয়ে অপেক্ষা করব
যুগ যুগ ধরে।
No comments