২ মিনিটের ঝড়ে পাঁশকুড়ার পাতন্দা গ্রাম লন্ডভন্ড,বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক খুঁটি,বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা গ্রাম
দুই মিনিটের ঝড়ে কার্যত লন্ডভন্ড পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পাতন্দা গ্রাম…
২ মিনিটের ঝড়ে পাঁশকুড়ার পাতন্দা গ্রাম লন্ডভন্ড,বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক খুঁটি,বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা গ্রাম
দুই মিনিটের ঝড়ে কার্যত লন্ডভন্ড পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পাতন্দা গ্রাম, বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্তদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বৈদ্যুতিক খুঁটি, হলে বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা গ্রাম, জানা যায় বৃহস্পতিবার আচমকা ২ মিনিটের এক ঘূর্ণিঝড়ের ফলে ভেঙে পড়ে অ্যাসবেস্টস , ঝড়ের দাপটে গাছ মুচড়ে ভেঙে পড়েছে, ভেঙে পড়ে পাঁচটি বিদ্যুৎ এর খুঁটি , চাষের জমির সহ বিভিন্ন জায়গায় ছিঁড়ে পড়ে তার, বিদ্যুৎহীন গোটা এলাকা। এমনকি একটি পোল্টি ফার্মের বহু মুরগির মৃত্যু হয়। এক প্রকার ব্যাপক ক্ষয় ক্ষতির সম্মুখীন হতে হয় এলাকার মানুষ জনদের। ইতিমধ্যেই উদ্ধারকার্যে হাত লাগিয়েছে বিদ্যুতের কর্মীরা, হাত লাগিয়েছি গ্রামের মানুষ।
No comments