Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রসাদ খেয়ে ভক্ত অসুস্থ ৩০

পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে পুজো বাড়িতে প্রসাদ খেয়ে  ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন প্রায় ৫০ জনের মতো।  তাদেরকে তৎক্ষণাৎ নন্দীগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেবা-শুশ্রূষা করার পর ছেড়ে দেওয়া হয়েছে । সূত্রের খবর, গুরুতর…

 




পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে পুজো বাড়িতে প্রসাদ খেয়ে  ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন প্রায় ৫০ জনের মতো।  তাদেরকে তৎক্ষণাৎ নন্দীগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেবা-শুশ্রূষা করার পর ছেড়ে দেওয়া হয়েছে । 

সূত্রের খবর, গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৩০ জন । কি কারনে এই অসুস্থতার খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ।নন্দীগ্রামে অসুস্থ হলেন অন্তত ৩০ জন। স্থানীয় সূত্রের খবর, নন্দীগ্রাম-১ ব্লকের বরানগর গ্রামের বাসিন্দা লক্ষ্মণ পালের বাড়িতে শনিবার শীতলা পুজো ছিল। কালীচরণপুরের ৭ নম্বর জালপাই গ্রামের কয়েকজন বাসিন্দা তাঁর বাড়িতে পুজোর প্রসাদ খেতে গিয়েছিলেন। অভিযোগ, ওই প্রসাদ খাওয়ার পরে রবিবার বিকাল থেকেই বেশ কিছুক্ষণ অসুস্থ বোধ করেন। তাঁদের বমি, জ্বর, ডায়রিয়া শুরু হয়। সোমবার সকালে অন্তত ৩০ জন অসুস্থ হন। নন্দীগ্রাম-১ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে থেকে আশা কর্মীরা যান। আসে একাধিক অ্যাম্বুল্যান্স।

অসুস্থদের মধ্যে ১৬ জনকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়।

বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর, যাঁরা অনুষ্ঠানে বসে খেয়েছিলেন তাঁদের কিছু হয়নি। তবে যাঁরা প্রসাদ বাড়িতে নিয়ে এসে পরে খেয়েছিলেন, তাঁরা ওই সমস্যায় পড়েছেন। স্থানীয়দের ধারণা, সম্ভবত প্রচণ্ড গরমে খাবারগুলি নষ্ট হয়ে গিয়েছিল।

নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা সূত্রের খবর, অসুস্থদের বমি ও মলের নমুনা সংগ্রহ করা হয়েছে। তা পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হবে। নন্দীগ্রাম-১ এর ব্লক স্বাস্থ্য আধিকারিক পবিত্র কুমার হালদার বলেন, “এলাকায় চিকিৎসকদের দল গিয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”


No comments