Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাতের অন্ধকারে জলপথে টোটো পাচার ! বাজেয়াপ্ত চুরি যাওয়া টোটো, গ্রেফতার ৩

রাতের অন্ধকারে জলপথে টোটো পাচার !  বাজেয়াপ্ত চুরি যাওয়া টোটো, গ্রেফতার ৩
 রাতের অন্ধকারে টোটো চুরি করে জলপথে পাচার করার অভিযোগে অবশেষে আরও তিন যুবককে গ্রেফতার করলো পুলিশ। অভিযুক্তরা আন্তঃরাজ্য পাচার চক্রের সঙ্গে যুক্ত রয়েছে বলে…

 


রাতের অন্ধকারে জলপথে টোটো পাচার !  বাজেয়াপ্ত চুরি যাওয়া টোটো, গ্রেফতার ৩


 রাতের অন্ধকারে টোটো চুরি করে জলপথে পাচার করার অভিযোগে অবশেষে আরও তিন যুবককে গ্রেফতার করলো পুলিশ। অভিযুক্তরা আন্তঃরাজ্য পাচার চক্রের সঙ্গে যুক্ত রয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায় খেজুরি বিধানসভার বিস্তীর্ণ এলাকায়। পুলিশ আগেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল। খেজুরি থানার পুলিশ জানিয়েছে অভিযুক্তরা হল খেজুরি দক্ষিণ লাক্ষী গ্রামের শেখ সারাফ ও বাকি দুজন চণ্ডীপুর থানার নন্দনপুর গ্রামের আয়ুব খান এবং ফরিদ খান। সোমবার অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়‌। বিচারক তাদের জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দেন। পাশাপাশি বেশ কয়েকটি চুরি যাওয়া টোটো বাজেয়াপ্ত করেছে পুলিশ। একের পর এক গ্রেফতারে পর কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন খেজুরি বাসিন্দারা। কার্যত পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

সূত্রের খবর,  গত কয়েক মাস ধরে খেজুরি সহ বিস্তীর্ণ এলাকায় রাতের অন্ধকারে চুরি যাচ্ছিল একাধিক টোটো। এনিয়ে থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছিল। পুলিশ দুষ্কৃতিকারীদের ধরতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হচ্ছিল। তদন্তে উঠে এসে চাঞ্চল্যকর তথ্য। টোটো চুরির ঘটনায় তদন্ত উঠে আসে আন্তঃরাজ্য পাচার চক্র। রাতের অন্ধকারে টোটো চুরি করে সেগুলি আবার জলপথে ভিন রাজ্য থেকে অন্য জেলায় পাচার করে দেওয়া হতো। তদন্তে নেমে পুলিশ আগেই বেশ কয়েকজনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদে উঠে আছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। রাতের অন্ধকারে টোটো চুরি করার পর সেই গুলো খুলে , জলপথে ট্রলারে করে ভিন রাজ্য থেকে অন্য জেলায় পাচার করে দেওয়া হতো। অভিযান চালিয়ে পুলিশ চুরি যাওয়া টোটো বাজেয়াপ্ত করে। তাদের কাছ থেকে আরও বেশ কয়েকজনের নাম জানতে পারে পুলিশ। তারপর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপন করে। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আরও তিন যুবককে গ্রেফতার করে। 


খেজুরি থানার এক পুলিশ আধিকারিক বলেন " টোটো চুরির ঘটনায় আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। যদিও তদন্তের কালের বেশি কিছু তথ্য জানাতে রাজি হননি তিনি "।



No comments