Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া শাখার উদ্যোগে মেদিনীপুর সমন্বয়ে ব্যবস্থাপনায় , আয়োজিত রবীন্দ্র নজরুল সন্ধ্যা

হলদিয়া শাখার উদ্যোগে মেদিনীপুর সমন্বয়ে ব্যবস্থাপনায় ,  আয়োজিত রবীন্দ্র নজরুল সন্ধ্যা

মেদিনীপুর সমন্বয়, হলদিয়া শাখার উদ্যোগে আয়োজিত রবীন্দ্র নজরুল স্মরণোৎসব২০২২ 
অনুষ্ঠিত হল মেদিনীপুর জেলা হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত ব্…

 



হলদিয়া শাখার উদ্যোগে মেদিনীপুর সমন্বয়ে ব্যবস্থাপনায় ,  আয়োজিত রবীন্দ্র নজরুল সন্ধ্যা



মেদিনীপুর সমন্বয়, হলদিয়া শাখার উদ্যোগে আয়োজিত রবীন্দ্র নজরুল স্মরণোৎসব২০২২ 


অনুষ্ঠিত হল মেদিনীপুর জেলা হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত ব্রজলালচক হাই রোড বাপুজী কুটিরে। গান কবিতা নৃত্যানুষ্ঠান প্রবন্ধ অনুষ্ঠান অংকন প্রায় বারোটি বিষয়ে মোট ১৬৩ জন অংশ গ্রহণ করে। তার মধ্যে থেকে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী ২৪জন কলকাতায় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হবেন। 

"মেদিনীপুর সমন্বয় " হলদিয়া শাখার সভাপতি শ্রী অলোক দাস সবাই কে স্বাগত ও শুভেচ্ছা জানান। সম্পাদক ড সুজন কুমার বালা রবীন্দ্র নজরুল স্মরণোৎসব সম্পর্কে আলোকপাত করেন। জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীরা এসেছিলেন।

No comments