Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গাছ কাটার অভিযোগ উঠল বন রক্ষার দায়িত্বে থাকা কর্মীদের বিরুদ্ধে

গাছ কাটার অভিযোগ উঠল বন রক্ষার দায়িত্বে থাকা কর্মীদের বিরুদ্ধেবেআইনিভাবে গাছ কাটার অভিযোগ উঠল বন রক্ষার দায়িত্বে থাকা কর্মীদের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি রেঞ্জের শঙ্করপুর বিটের তাজপুর আউটপোষ্টের ঘটনা। অভিযোগ, তাজপুর …

 



গাছ কাটার অভিযোগ উঠল বন রক্ষার দায়িত্বে থাকা কর্মীদের বিরুদ্ধে

বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ উঠল বন রক্ষার দায়িত্বে থাকা কর্মীদের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি রেঞ্জের শঙ্করপুর বিটের তাজপুর আউটপোষ্টের ঘটনা। 

অভিযোগ, তাজপুর আউটপোষ্টের দায়িত্বে থাকা বনরক্ষী কর্মী তাজপুর জঙ্গল থেকে বৈআইনি ভাবে আকশমনি গাছ কাটছে। ঘটনা সামনে আসতেই শোরগোল পড়েছে বনদপ্তরে। যদিও বৈআইনি ভাবে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন তাজপুর আউটপোষ্টের দায়িত্বে থাকা বনরক্ষী কর্মী। 

এবিষয়ে  ফোনে যোগাযোগ করাহয় কাঁথি রেঞ্জার অফিসারের সঙ্গে। তিনি বলেন, ঘটনার তদন্তে শুরু করা হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে শোকজ করা হয়েছে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে প্রদক্ষেপ নেওয়া হবে। 

অন্যদিকে, পূর্ব মেদিনীপুর জেলার ডি.এফ.ও ড. অনুপম হাজরা জানান, তার কাছে এবিষয়ে কোন খবর নেই। 

যেখানে পরিবেশ প্রেমি বার বার গাছ লাগাতে বলছেন। বন রক্ষার জন্য এগিয়ে এসেছেন পরিবেশ প্রেমিরা। সেখানে বনরক্ষার দায়িত্ব থাকা কর্মীরাই বনের গাছ বৈআইনি ভাবে কেটে ফেলছে। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে পরিবেশ প্রেমি মহলে।

No comments