Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১৬ তম তাম্রলিপ্ত কাপ ২০২২ এর শুভ উদ্বোধন করেন সম্মানীয় শিক্ষাবিদ ও প্রাক্তন সাংসদ এবং আই কেয়ার এর প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ

১৬ তম তাম্রলিপ্ত কাপ ২০২২ এর শুভ উদ্বোধন করেন সম্মানীয় শিক্ষাবিদ ও প্রাক্তন সাংসদ এবং আই কেয়ার এর প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ 
শালগাছিয়া খেলাঘর এর উদ্যোগে  ১৬ তম তাম্রলিপ্ত কাপ ২০২২ এর শুভ উদ্বোধন করেন সম্মানীয় শি…

 


১৬ তম তাম্রলিপ্ত কাপ ২০২২ এর শুভ উদ্বোধন করেন সম্মানীয় শিক্ষাবিদ ও প্রাক্তন সাংসদ এবং আই কেয়ার এর প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ 


শালগাছিয়া খেলাঘর এর উদ্যোগে  ১৬ তম তাম্রলিপ্ত কাপ ২০২২ এর শুভ উদ্বোধন করেন সম্মানীয় শিক্ষাবিদ ও প্রাক্তন সাংসদ এবং আই কেয়ার এর প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ ।

উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন অন্যান্য জগতের বিশিষ্টজনেরা । সকলকে সাতগাছিয়া খেলাঘরের পক্ষ থেকে কর্মকর্তাগন সম্মানীয় অতিথিদের ব্যাচ ও উত্তরীয় ও সুদৃশ্য স্মারক এবং শ্রী  মদ্ভগবদ্গীতা পবিত্র পুস্তকটি তুলে দেন ।

এছাড়া ভারত বর্ষ ও কলকাতা ফুটবলের প্রখ্যাত খেলোয়াড়দের নিয়ে গঠিত কলকাতা একাদশ বনাম তাম্রলিপ্ত একাদশ প্রীতি ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টের ফুটবল প্রতিযোগিতা শুরু হয় সন্ধ্যে সাড়ে সাতটায় ।

ম্যাচ চলাকালীন মঞ্চে উপস্থিত হন সম্মানীয় ডক্টর সৌমেন কুমার মহাপাত্র ( সেচ ও জল সম্পদ মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার ) । তাম্রলিপ্ত পৌরসভার সম্মানীয় কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন ।

শালগাছিয়া খেলাঘর এর পক্ষ থেকে সকল সম্মানীয় অতিথিদের ব্যাচ ও উত্তরীয় ও সুদৃশ্য স্মারক এবং শ্রী মদ্ভগবদ্গীতা পবিত্র পুস্তকটি তুলে দেন ।

এই উদ্বোধনী ম্যাচে খেলা যেমন আকর্ষণীয় হয়েছে এবং মাঠ কানায় কানায় ভর্তি ছিল দর্শকদের গ্যালারি  ।

ধারাভাষ্যকারের ভাষার জাদুতে ম্যাচের আকর্ষণ বাড়িয়ে দিয়েছিল ।

এই টানটান ম্যাচে শেষ পর্যন্ত খেলার ফলাফল দাঁড়ায় কলকাতা একাদশ ২--০ গোলে জয়লাভ করে ।

এবারে টুর্ণামেন্টে মোট  ১৬ টি দল বিভিন্ন রাজ্য থেকে অংশগ্রহণ করেছেন ।

এবারের প্রতিযোগিতায় যে দল গুলি অংশগ্রহণ করেছেন যেমন পশ্চিমবঙ্গ পুলিশ , দেশবন্ধু সংঘ 

( নদীয়া ) , আইকেয়ার স্পোর্টস একাডেমী , মুগ মা

 ( ঝাড়খন্ড ) , নেতাজি ব্রিগেড ( উত্তর পাড়া ) , 

ঐক্যতান ( তমলুক -- কুলবেড়িয়া ) , রিভার প্লেট

 ( তমলুক ) , পুলিশ ক্লাব ( কলকাতা ) , কাস্টমস

 ( কলকাতা ) , ওয়েলকাম ( তমলুক ) , পাঞ্জি ক্লাব

 ( গোয়া ) , ব্ল্যাক হর্স ( তমলুক ) , এস বি ইলেভেন

 ( মেদিনীপুর ) , বি এস এফ ( পাঞ্জাব ) , রেলওয়ে এফসি ( কলকাতা ) , ও ইউনাইটেড স্পোর্টস

 ( কলকাতা ) ।

 প্রতিটি ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই হবে এবারের টুর্নামেন্ট ।

তাম্রলিপ্ত  ঐতিহ্য মন্ডিত শহরের রাখাল মেমোরিয়াল ফুটবল গ্রাউন্ড প্রতিটি ম্যাচ সন্ধে সাড়ে পাঁচ টায় অনুষ্ঠিত হবে ।

কলকাতা রেফারিজ এসোসিয়েশন প্রতিটি ম্যাচ পরিচালনা করবেন ।


No comments