রাস্তার বেহাল দশা,সাত সকালে রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে বেঁড়া দিয়ে পথ অবরোধ গ্রামবাসীদের
দীর্ঘ দিন ধরে রাস্তা খারাপ,কিন্তু প্রশাসন কে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি।
হলদিয়ার সুতাহাটা পঞ্চায়েত সমিতির সুতাহাটা চৌমোড় থে…
রাস্তার বেহাল দশা,সাত সকালে রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে বেঁড়া দিয়ে পথ অবরোধ গ্রামবাসীদের
দীর্ঘ দিন ধরে রাস্তা খারাপ,কিন্তু প্রশাসন কে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি।
হলদিয়ার সুতাহাটা পঞ্চায়েত সমিতির সুতাহাটা চৌমোড় থেকে আমলাট,কৃষ্ণনগর হয়ে কুঁকড়াহাটি যাওয়ার ৮ কিলোমিটার গ্ৰামীন পিচের সড়কের বেহাল দশা।
কোথায় গর্ত, কোথাও আবার পিচ উঠে মোরাম বেরিয়ে এসেছে।ওই রাস্তা দিয়ে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু প্রশাসন রাস্তা সারাই হচ্ছে-হবে করে কাটিয়ে দিয়েছে এক বছর।রোজ ছোট-বড় দূর্ঘটনা ঘটছে।দুয়ারে বর্ষা, কিন্তু রাস্তা মেরামত না হলে খুব সমস্যায় পড়তে হবে বাসিন্দাদের।
মঙ্গলবার সাত সকালে সুতাহাটার বনগোপাল পুর এলাকায় কয়েকশো মানুষ জড় হয়ে রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে,বাশের বেঁড়া দিয়ে পথ অবরোধ করে।তাদের দাবি প্রশাসন বছর খানেক আগে রাস্তা সারাই করে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তারপর আর দেখা নেই।রাস্তা খারাপের জেরে রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।বিশেষ করে সন্ধ্যা নামলেই অন্ধকার পথে দূর্ঘটনা ঘটে।পথ অবরোধে সামিল হল সুতাহাটা-কুঁকড়াহাটি টোটো ও অটো ইউনিয়নের সদস্যরা।
No comments