Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জরাজীর্ণ ভগ্ন প্রায় বিশ্রামাগার

জরাজীর্ণ ভগ্ন প্রায় বিশ্রামাগার
অমিয় কুমার মাইতি- সুতাহাটা ঃঃ হলদিয়া থেকে মেচাদা গামী সুতাহাটা   বাজারে স্বাধীনতা সংগ্রামী কুমার চন্দ্র জানান যাত্রী বিশ্রামাগার। স্বাধীনতা সংগ্রামী কুমার চন্দ্র জানার স্মৃতি রক্ষার্থে তার স্ত্রী…

 



জরাজীর্ণ ভগ্ন প্রায় বিশ্রামাগার


অমিয় কুমার মাইতি- সুতাহাটা ঃঃ হলদিয়া থেকে মেচাদা গামী সুতাহাটা   বাজারে স্বাধীনতা সংগ্রামী কুমার চন্দ্র জানান যাত্রী বিশ্রামাগার। স্বাধীনতা সংগ্রামী কুমার চন্দ্র জানার স্মৃতি রক্ষার্থে তার স্ত্রী চারুলতা জানা ১৯৮৭ সালে ১০ মে কুমার চন্দ্র  জানার নামে এই যাত্রী বিশ্রামাগার টি উৎসর্গ করে উদ্বোধন করে স্বাধীনতা সংগ্রামীর নামে উৎসর্গ করেছিলেন । সুতাহাটা বাজারের উপরেই রয়েছে কুমার চন্দ্র জানা  বিশ্রামাগার। এই  বিশ্রামাগার যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে।

শ্বেতপাথরের জ্বলজ্বল করে লেখা আছে কুমার চন্দ্র জানান যাত্রী বিশ্রামাগার।  উদ্বোধক স্বাধীনতা সংগ্রামী শ্রীমতি চারুবালা জানা তারিখ ১০ মে ১৯৮৭  উল্লেখ্য চালু শীলা দেবী স্বাধীনতা সংগ্রামী কুমার চন্দ্র জানা মহাশয় এর মহিষী ধর্মপত্নী ছিলেন। আজ থেকে প্রায় ৩৫ বছর আগে নির্মিত বিশ্রামাগার টি কোন সংস্কার সাধন করা হয়নি। কথায় বলে-A stitch in time; Saves the nine

সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়। এই যাত্রী বিশ্রামাগার টি শুধু যাত্রী বিশ্রামাগার নয় এটি রাতে ভিতে অনেক অনেক অসহায় ভবঘুরেদের আশ্রয় স্থল ও বটে। কাজেই অতিসত্বর এই বিশ্রামাগারের যদি সংস্কার বা পুনর্নির্মাণ না করা হয় তাহলে যেকোনো দিন বড় দুর্ঘটনা ঘটতে পারে। এই বিষয়ে হলদিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।


No comments