Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্ন থেকে শুরু হয়ে গেল প্রায় ২৫০ বছরের মহিষাদলের রথের প্রস্তুতি

অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্ন  থেকে শুরু হয়ে গেল প্রায় ২৫০ বছরের মহিষাদলের রথের প্রস্তুতি

 করোনা আবহে গত দু'বছর বন্ধ ছিল জেলা তথা রাজ্যের অন্যতম প্রাচীন মহিষাদল রাজবাড়ির রথযাত্রা।   হাজার হাজার ভক্তের রথের রশিতে টানের বদলে  পাল…

 




অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্ন  থেকে শুরু হয়ে গেল প্রায় ২৫০ বছরের মহিষাদলের রথের প্রস্তুতি



 করোনা আবহে গত দু'বছর বন্ধ ছিল জেলা তথা রাজ্যের অন্যতম প্রাচীন মহিষাদল রাজবাড়ির রথযাত্রা।   হাজার হাজার ভক্তের রথের রশিতে টানের বদলে  পালকি চড়েপ্রভু জগন্নাথ পৌছে গেছিল মাসির বাড়ি। সেই জায়গায় দাঁড়িয়ে চলতি বছরে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। আজ অক্ষয় তৃতীয়ার শুভ দিন থেকে শুরু হয়ে গেল মহিষাদলের রথের প্রস্তুতি। ৩ মে মঙ্গলবার মহিষাদল রাজবাড়ির কূল দেবতা মদন গোপালজিউকে পুজো দিয়ে শুরু হয় রথের প্রস্তুতি। পাশাপাশি রথের ওপর আচ্ছাদন সরানোর কাজ শুরু হয় আজ থেকেই। অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে রথের সামনে  উপস্থিত ছিলেন মহিষাদল বিধানসভার ভূমিপুত্র বিধায়ক তিলক চক্রবর্তী, মহিষাদল রাজ পরিবারের সদস্য হরপ্রসাদ গর্গ ও শংকর প্রসাদ গর্গ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

No comments