নন্দকুমার ব্লকে VACC পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হলো
পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকে VACC পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হলো।উক্ত সভায় উপস্থিত ছিলেন VACC পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সভাপ…
নন্দকুমার ব্লকে VACC পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হলো
পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকে VACC পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হলো।উক্ত সভায় উপস্থিত ছিলেন VACC পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সভাপতি অর্নব দেবনাথ,
ভাইস চেয়ারম্যান পার্থ সারথি মাইতি,সম্পাদক প্রদীপ বকসী,লিগ্যাল এডভাইজার চন্দন কুমার রায়,কোষাধ্যক্ষ শেক নুর মহম্মদ,এছাড়াও অনান্য জেলা কমিটির সদস্যবৃন্দ।উক্ত অনুষ্ঠানে জেলা কমিটির লিগ্যাল এডভাইজার চন্দন কুমার রায় কে লিগ্যাল এডভাইজার হিসাবে তারহাতে নিয়োগপত্র তুলে দিলেন VACC পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সভাপতি অর্নব দেবনাথ।উক্ত মিটিং এ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় জেলা কমিটির প্রধান কার্য্যালয় জেলার সদর তমলুকে করা হইবে।বিভিন্ন ব্লক ও শহরে কমিটি গঠন এবং সদস্য সংগ্রহের উপর জোর দেওয়া হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি অর্নব দেবনাথ।সভাপতি জেলা কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবং সমাজে সমস্ত রকমের দূর্ণীতির বিরুদ্ধে সবাই কে একজোট হয়ে লড়াই করার আহ্বান জানাই।সমাজে পিছিয়ে পড়া দুঃস্থ নিপীড়িত মানুষের পাশে দ্বারাণোর আহ্বান জানান।
No comments