Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৫৯ তম জাতীয় সামুদ্রিক দিবস উদযাপনে হলদিয়া ডক কমপ্লেক্স

জাতীয় সামুদ্রিক দিবসে পতাকা উত্তোলন করেন বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহেরা


৫৯ তম জাতীয় সামুদ্রিক দিবস উদযাপনে  হলদিয়া ডক কমপ্লেক্স। ডক প্রাঙ্গনে মেরিন হাউসে পতাকা উত্তোলন করেন বন্ধুরে ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহে…

 


জাতীয় সামুদ্রিক দিবসে পতাকা উত্তোলন করেন বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহেরা




৫৯ তম জাতীয় সামুদ্রিক দিবস উদযাপনে  হলদিয়া ডক কমপ্লেক্স। ডক প্রাঙ্গনে মেরিন হাউসে পতাকা উত্তোলন করেন বন্ধুরে ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহেরা।

ওয়াটার-গান স্যালুটের মাধ্যমে ৫ এপ্রিল মঙ্গলবার হলদিয়া বন্দরে ন্যাশনাল মেরিটাইম ডে উদযাপন করা হল। বন্দরের নাবিকদের সম্মান জানাতে সারা দেশ জুড়ে সমস্ত বন্দরে এই দিনটি পালিত হয়। এদিন হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমলকুমার মেহেরা কে সম্মান জানানো হয়। বন্দরের লকগেট জেটিতে এদিন তিনটি টাগ ভেসেল থেকে শূন্যে জলের ফোয়ারা ছুঁড়ে সম্মান জানানো হয় এবং একসঙ্গে সমস্ত ভেসেল ও জাহাজে সাইরেন ভোঁ বাজানো হয়। উপস্থিত ছিলেন বন্দরের জেনারেল ম্যানেজার প্রভীনকুমার দাস। তিনি বলেন ১৯১৯ সালের ৫ ই এপ্রিল সিন্ধিয়া স্টিম নেভিগেশন কোম্পানি লিমিটেডের এস.এস. লয়ালটি (SS Loyalty) নামক জাহাজটি ব্রিটেন পাড়ি দেয়। এটিই ছিল বোম্বাই (বর্তমান মুম্বাই) থেকে লন্ডন পাড়ি দেওয়া সম্পূর্ণ ভারতীয় মালিকানাধীন প্রথম জাহাজ। ১৯৬৪ সালে প্রথমবার জাতীয় সামুদ্রিক দিবস পালিত হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হল, আমাদের দেশের সমৃদ্ধশালী সমুদ্র বাণিজ্যের বিষয়ে জাতিকে অবগত করা এবং দেশের অর্থনীতির উন্নয়নে সমুদ্র বাণিজ্যের গুরুত্ব বোঝানো।



No comments