Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাস্তায় ওপর নোংরা আবর্জনা,সমস‍্যায় পথচারীরা

রাস্তায় ওপর নোংরা আবর্জনা,সমস‍্যায় পথচারীরাডাস্টবিন ভর্তি হয়ে রাস্তার ওপর উপচে পড়ছে যত্রতত্র আবর্জনা। হলদিয়া-কুকড়াহাটি রাজ‍্য সড়কে চৈতন‍্যপুর গোলপার্ক থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রাস্তার ওপর পড়ে রয়েছে নোংরা আবর্জনা,ছড়াচ্ছে দুর্গন্ধ।আব…

 




রাস্তায় ওপর নোংরা আবর্জনা,সমস‍্যায় পথচারীরা

ডাস্টবিন ভর্তি হয়ে রাস্তার ওপর উপচে পড়ছে যত্রতত্র আবর্জনা। হলদিয়া-কুকড়াহাটি রাজ‍্য সড়কে চৈতন‍্যপুর গোলপার্ক থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রাস্তার ওপর পড়ে রয়েছে নোংরা আবর্জনা,ছড়াচ্ছে দুর্গন্ধ।আবর্জনা পেরিয়ে পারাপার হতে হচ্ছে পথচারীদের।বিভিন্ন মহলে জানিয়েও আবর্জনা সরানো হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।ওই এলাকায় এক কিলোমিটারের মধ‍্যে একটি প্রাথমিক বিদ্যালয়,দুটি হাইস্কুল ও একটি কলেজ রয়েছে।প্রত‍্যেকদিন ওই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে,নোংরা আবর্জনা পড়ে থাকায় ভীষণ সমস্যা হচ্ছে সকলের।পাশাপাশি রাস্তার পরিধি ক্রমশ সংকীর্ণ হচ্ছে।তবুও ওই যত্রতত্র আবর্জনা সরানো নিয়ে কোন হেলদোল নেই প্রশাসনের।ওই এলাকার দোকানদারদের দাবি প্রশাসন থেকে বিজ্ঞপ্তি জারি করে অন‍্য কোথাও নোংরা না ফেলে ওই ডাস্টবিনে ফেলার কথা বলেছে।কিন্তু ডাস্টবিন ভর্তি হয়ে গেলেও তা সরাচ্ছে না প্রশাসন।স্থানীয়রা জানাচ্ছেন রাস্তার ওপর থেকে অবিলম্বে আবর্জনা সরানো হোক।নাহলে আগামীদিনে তারা পড়ুয়াদের সঙ্গে নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাবেন।

No comments